Advertisement
Advertisement

Breaking News

Kali Puja

পাহাড়ের কোলে মন্দির, দর্শনার্থীরা প্রবেশ করলেই লিফটে চেপে নামবেন দেবী, বারাসতের কালী পুজোয় চমক

আলোয় সেজে উঠছে বারাসত।

Know interesting facts of Barasat's Kali Puja | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 21, 2022 6:43 pm
  • Updated:October 21, 2022 9:50 pm

অর্ণব, বারাসত: হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই আলোর উৎসব। দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বারাসত। প্যাণ্ডেলে প্যাণ্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বারাসত কলোনিমোড় সংলগ্ন নবপল্লি সার্বজনীনের পুজো এবার ৪৩তম বছরে পড়ল। মণ্ডপ তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে। ১০০ফুটের বেশি উঁচু মণ্ডপের চারিদিক পাহাড়ে ঘেরা। নটরাজ মূর্তির আদলে তৈরি প্রতিমা থাকবে ঝুলন্ত। তবে বিশেষ আকর্ষণ থাকছে পাহাড়ি আবহাওয়া। পাহাড়ি পরিবেশ তৈরি করতে মণ্ডপ চত্বরে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। আলোকসজ্জা থাকছে চন্দননগরের।

Advertisement

বারাসতের কেএনসি রেজিমেন্টের ৬৩তম বছরের পুজোর থিম আলোর খেলায় ভিসাক মেলায়। শ্রীলংকার ভিসাক ফেস্টিভ্যালের অনুকরণে তৈরি করা হবে মণ্ডপ। থিমের মূল আকর্ষণ আলো। প্রতিমা তৈরি হচ্ছে থিমের আদলে। এছাড়াও এলাকাজুড়ে থাকবে চন্দননগরের আলোকসজ্জা।

Advertisement

[আরও পড়ুন: সুদের টাকা শোধ করতে না পারায় রেললাইনে ফেলে দেওয়া হল প্রৌঢ়কে, ট্রেনের ধাক্কায় কাটল পা]

নবপল্লি বয়েজ স্কুল সংলগ্ন আমরা সবাইয়ের পুজো এবার ষষ্ঠতম বর্ষে পড়ল। মণ্ডপ তৈরি হচ্ছে কর্ণাটকের কোটি লিঙ্গেস্বর মন্দিরের আদলে। উদ্ধতা ৯২ ফুট। মণ্ডপে প্রবেশের মুখেই থাকছে ১২টি শিবমন্দির। তাতে ১২ধরনের জ্যোতির্লিঙ্গের অনুকরণে থাকবে শিবলিঙ্গ। এছাড়াও গোটা মণ্ডপই সাজানো হবে অসংখ্য ছোট বড় শিবলিঙ্গে। মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে সুতো দিয়ে।

বারাসত ১১নম্বর রেল গেট সংলগ্ন সন্ধানী ক্লাবের ৬২তম বছরের কালীপুজোর থিম ‘পাহাড় থেকে মা আসছেন সমতলে’। পাহাড়ের উপর তৈরি হয়েছে একটি মন্দির। থিমের আদলে পাহাড়ি প্রতিমা থাকবে এই মন্দিরে। দর্শনার্থীরা পাহাড়ের গুহায় প্রবেশ করলেই লিফটে করে মন্দির-সহ প্রতিমা নেমে আসবে পাহাড়ের নিচে। এছাড়াও থাকবে চন্দননগরের আলোকসজ্জা।

[আরও পড়ুন: ডুয়ার্সে ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে ভরতি উত্তরবঙ্গের আইজি, জখম গাড়িচালকও]

বারাসাত রেল স্টেশন সংলগ্ন পাইনিয়ার ক্লাবের পূজো এবার ৫০তম বর্ষে পড়ল। মণ্ডপ তৈরি হচ্ছে মরক্কোর কাসবা টাওয়ারের আদলে। মণ্ডপের দৈর্ঘ্য ৩২২ ফুট, উচ্চতা ৭০ফুট। কৃষ্ণনগরের বিভূতি পাল তৈরি করছেন প্রতিমা। মণ্ডপের সামনের পুকুর জুড়ে থাকছে ফোয়ারা। বারাসত হেলাবটতলা মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই সেজে উঠছে রেজিমেন্ট ক্লাবের প্যাণ্ডেল। তাঁদের থিম সৃষ্টি। বারাসত চাঁপাডালী মোড় থেকে টাকি রোড ধরে এগোলেই শতদল ক্লাবের পুজো। এবার থিম, ‘স্বপ্ন সুন্দর প্রকৃতির প্রত্যাশা’।

অন্যদিকে, বারাসত দমকল কেন্দ্র সংলগ্ন তরুছায়া ক্লাবের পুজোর থিম দৃষ্টিকোণ। সাউট ভাটরার ৩৩তম বর্ষের এবারের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে কাশির দশাশ্বমেধ ঘাটের আদলে। ছোটদের নীতিমালার গল্পের অনুকরণে এবারের মাতৃমণ্ডপ তৈরি করছে বারাসত ন’পাড়া নেতাজি সংঘ। নীতিমালার বিভিন্ন গল্পের ছবি থাকবে এই মণ্ডপে। নবপল্লী ব্যায়াম সমিতির কালীপূজোয় মাতৃপ্রতিমা উচ্চতা ১২ হাত। মণ্ডপের সঙ্গে সামজস্য রেখেই থাকছে আলোকসজ্জা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ