Advertisement
Advertisement

Breaking News

মৃত্যু

ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, চাপা পড়ে মৃত বাবা-ছেলে

গুরুতর অসুস্থ আরও ১ জন।

2 people died after wall collapsed in Kharagpur area

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 23, 2020 11:40 am
  • Updated:July 23, 2020 11:40 am

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা খড়গপুরের (Kharagpur) দাঁতনে। আচমকা বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল ২ জনের। গুরুতর অসুস্থ আরও ১জন। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

জানা গিয়েছে, বছর বত্রিশের গৌতম দে বুধবার রাতে স্ত্রী ও পাঁচ বছরের সন্তানের সঙ্গে নিজের ঘরে ঘুমোতে যান। রাত প্রায় তিনটে নাগাদ বিকট শব্দ পান গৌতমবাবুর বাবা নন্দগোপাল দে। সেই সঙ্গে কানে আসে পুত্রবধূ ও ছেলের আর্তনাদ। সঙ্গে সঙ্গে ছুটে দোতলায় গিয়ে দেখেন, বিছানার উপর ভেঙে পড়েছে দেওয়াল। আর তার নিচে চাপা পড়ে রয়েছে ছেলে, পুত্রবধূ ও নাতি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। কোনওক্রমে দেওয়াল সরিয়ে তড়িঘড়ি ওই ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গৌতমবাবু ও তাঁর সন্তান গৌরবকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও চালু উড়ান, বিমানবন্দরে কীভাবে পৌঁছবেন? চিন্তায় যাত্রীরা]

হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল মৃত গৌতমবাবুর স্ত্রী। আচমকা এই দুর্ঘটনায় শোকে কার্যত পাথর হয়ে গিয়েছে দে পরিবারের সদস্যরা। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: অমানবিক! ঝড়ের রাতে ডাইনি অপবাদে সপরিবারে মহিলাকে ঘরছাড়া করল প্রতিবেশীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ