Advertisement
Advertisement
Birbhum

বীরভূমে ঝড়ের দাপট, মাটির দেওয়াল ভেঙে মৃত আড়াই বছরের শিশু, বজ্রপাতেও প্রাণহানি

বীরভূমে শোকের ছায়া।

2 yrs old child died as wall collapsed in Birbhum | Sangbad Pratidin

ছবি: সুশান্ত পাল।

Published by: Paramita Paul
  • Posted:May 18, 2023 10:49 am
  • Updated:May 18, 2023 10:50 am

নন্দন দত্ত, সিউড়ি: ঝড়-বৃষ্টির দাপটে বীরভূমে (Birbhum) প্রাণ গেল ২ জনের। মৃতদের মধ্যে একজন আড়াই বছরের এক শিশু। বুধবার সন্ধেয় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। আরেকজন বজ্রপাতে প্রাণ হারান। জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া বীরভূমে।

বুধবার জেলা জুড়ে প্রথম কালবৈশাখী ঝড়ের দাপট শুরু হয়। জয়দেব ওরফে উত্তম মাহারা (৪৬) বেলা দু’টোর সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁর মাথায় বাজ পড়ে বলে খবর। মাঠেই ঝলসে যায় তাঁর দেহ। ঝড় থেমে গেলেও কেন জয়দেব বাড়ি আসছেন না, দেখতে গিয়ে তাঁকে মৃত অবস্থায় মাঠে পরে থাকতে দেখতে পায় পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]

একইভাবে রাতে ঝড়ের তান্ডবে মুরারই থানার কনকপুর গ্রামে একটি কাঁচা বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। সেই বাড়িতে এক দিনমজুর তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে থাকতেন। ঝড় ও বৃষ্টির তাণ্ডবে মাটির বাড়ির ভিত নরম হয়ে যায়। রাতে কাঁচাবাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ভিতরে তখন পরিবারের চার সদস্য ঘুমোচ্ছিল। তাঁরা সকলেই চাপা পড়ে। রোহিত কোনাই-সহ পরিবারের তিনজনকে উদ্ধার করে গ্রামবাসীরা। কিন্তু উদ্ধারের পরেও বাঁচানো যায়নি আড়াই বছরের মেয়ে সঙ্গীতা কোনাইকে। রাতেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা ঢুকছে আন্দামানে, রাজ্যজুড়ে চলবে দেদার ঝড়-বৃষ্টি-বজ্রপাত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement