Advertisement
Advertisement
Purba Bardhaman

বাইকের টুল বক্সে লুকিয়ে ২০ লক্ষ টাকার মাদক পাচারের ছক! হাতেনাতে পাকড়াও ৩ পাচারকারী

চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

3 arrested with Heroin worth 20 lakh in Purba Bardhaman | Sangbad Pratidin

ছবি: জয়ন্ত দাস।

Published by: Paramita Paul
  • Posted:October 16, 2023 8:33 pm
  • Updated:October 16, 2023 8:33 pm

ধীমান রায়, কাটোয়া: প্রচুর পরিমাণে হেরোইন-সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কটোয়া থানার পুলিশ। সোমবার সন্ধের মুখে কাটোয়ার ভাগীরথী নদীর ছেঁড়া কালীঘাটে নৌকা থেকে একটি বাইক নিয়ে নামার সময় পুলিশ তিনজনকে আটক করে। বাইকের টুলস বক্সে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয় তিনজনকে।

পুলিশ জানায়, ধৃতদের নাম ইনাজ মল্লিক, শেখ ইমামউদ্দিন এবং সামিম শেখ। এদের মধ্যে ইনাজ মল্লিকের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার আকন্দবেড়িয়া গ্রামে। বাকি দুজন বীরভূম জেলার লাভপুর থানার পুরন্দরপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ভাগীরথী নদীর কাটোয়ার মরিঘাটের পাশে ছেঁড়া কালীঘাট কিছুটা নির্জন এলাকার মধ্যে পড়ে। পুলিশ এমনিতেই রুটিনমাফিক ভাগীরথীর ফেরিঘাটগুলিতে নজরদারি চালায়। পাশাপাশি জলপথে পারাপার করা নৌকাগুলির ওপরেও পুলিশের কড়া নজর থাকে।

Advertisement

[আরও পড়ুন: হস্টেল নিয়ে ‘আতঙ্কে’ ভুগছিলেন MA পড়ুয়া, শৌচাগারে মিলল দেহ]

এদিন বিকেলে কাটোয়া থানার পুলিশ ছেঁড়া কালীঘাটের কাছে যখন নজরদারি চালাচ্ছিল তখন নদিয়া জেলা সীমান্তের ঘাট থেকে একটি নৌকায় কয়েকজন যাত্রী এসে ছেঁড়া কালীঘাটে নামে। সেসময় একটি বাইক নিয়ে তিনজন যুবক নামার সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তিনজনের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা ধরা পড়ে। পুলিশ বাইকটির টুলস বক্স খুলতে বললে তারা প্রথমে খুলে দেখাতে রাজি হয়নি। পুলিশ জোর করতে খোলার পর একটি প্যাকেটে মোড়া হেরোইন উদ্ধার হয়। গ্রেফতার করা হয় তিনজনকে। পুলিশ জানতে পেরেছে এদিন যে হেরোইন উদ্ধার হয়েছে এই ধরনের হেরোইন ‘কুরুট হেরোইন ‘ নামে পরিচিত। মণিপুর থেকে আসে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা।

প্রাথমিক জেরায় ধৃতরা জানায় আকন্দবেড়িয়া গ্রামের ইনাজের কাছ থেকে এই হেরোইন নিয়ে কাটোয়া পেড়িয়ে কোথাও বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ইনাজ ওই দুজনকে কাটোয়া পার করিয়ে দেওয়ার কথা ছিল। পুলিশ জানায় ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। এই চক্রে আর কারা জড়িত তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: CAA পুরো ভাঁওতা! অভিযোগ তুলে শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, উত্তাল বনগাঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ