Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

সরকারি স্টিকার লাগানো গাড়িতে নোটের পাহাড়! ‘টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা’, খোঁচা তৃণমূলের

কলকাতা থেকে ডানকুনি যাওয়ার পথে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়।

Lok Sabha Election 2024: Cash seizes from a car in Hooghly
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2024 6:08 pm
  • Updated:May 4, 2024 6:28 pm

সুমন করাতি, হুগলি: ভোট আবহে ফের বাংলায় উদ্ধার বিপুল টাকা। সরকারি স্টিকার লাগানো গাড়িতে নাকা তল্লাশির সময় উদ্ধার টাকা। শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এই ঘটনার সঙ্গে শাসক শিবির জড়িত বলেই দাবি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারি এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময় রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি আটকানো হয়। তাতে চলে ব্যাপক তল্লাশি। কলকাতা থেকে আসা ওই গাড়িটি ডানকুনির দিকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন এক ব্যক্তিও। প্রীতম হালদার নামে ওই ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার হয়। কয়েকটি খামের ভিতর ৫০০ টাকার নোট ছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৫০ হাজারের বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না।

Advertisement

[আরও পড়ুন: ‘আগে রায়বরেলিতে জিতুন, তার পর…’, আচমকাই কাসপারভের খোঁচা রাহুলকে!]

তা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি এত টাকা নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে জটিলতা তৈরি হয়। আটক হওয়া ওই গাড়িতে থাকা প্রীতম হালদারের দাবি, একটি সংস্থার শ্রমিকদের মাসিক বেতন নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নাকা চেকিংয়ে ধরা পড়েন তিনি। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের দাবি খারিজ করেছে তৃণমূল। শাসক শিবির বলছে, “অবশ্যই ঘটনাটি খতিয়ে দেখা হবে।”

Advertisement

[আরও পড়ুন: ঘাতকের নিশানায় রাজীব, সতর্ক করেছিল ইজরায়েল, চেপে দেওয়া হয় সেই বার্তা! কাঠগড়ায় কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ