Advertisement
Advertisement

Breaking News

COVID -19

নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ, সুস্থতার হার ৯০ শতাংশের বেশি

রাজ্যে মোট মৃতের সংখ্যা পেরল ৮ হাজারের গণ্ডি।

3591 more people tested COVID-19 positive in WB | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 22, 2020 8:22 pm
  • Updated:November 22, 2020 8:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানিকটা হলেও মিলল স্বস্তি। অত্যন্ত সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কমল বাংলায় নতুন সংক্রমিতের সংখ্যা। একই সঙ্গে কমেছে মৃতের সংখ্যাও। সুস্থতার হার ৯২ শতাংশের বেশি। যা একমাত্র আশার আলো। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৩,৫৯১ জন। তাঁদের মধ্যে ৮৭৯ জনই কলকাতার (Kolkata)। অর্থাৎ সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ৮২৮ জন। তৃতীয় স্থানে হুগলি। সেখানে নতুন করে আক্রান্ত ৩৬৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্ত ২৫৬ জন। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন আক্রান্তের হদিশ। ফলে বাংলার মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪, ৫৬, ৩৬১। এদিনে  করোনার বলি হয়েছেন বাংলার ৪৯ জন। যাঁদের মধ্যে ১৫ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের পাশাপাশি মত্যুর নিরিখেও প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয়তে রয়েছে উত্তর ২৪ পরগনা। মোট মৃতের সংখ্যা পেরিয়েছে ৮ হাজারের গণ্ডি। 

Advertisement

[আরও পড়ুন: কোভিড রোগীর পরিবারকে ঘরবন্দি থাকার নোটিস, ‘বেআইনি’ কাজ করে বিতর্কে কোন্নগর পুরসভা]

তথ্য অনুযায়ী এই একদিনে করোনাকে পরাস্ত করেছেন বাংলার ৩,৭২৬ জন। এদের মধ্যে ৯১৯ জনই কলকাতার। ৮৮৫ জন উত্তর ২৪ পরগনার। হুগলির ২৬৬ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন বাংলার মোট ৪, ২৩, ১২৯ জন। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪৪, ৬৫৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৫, ২২, ৯৬৪ জনের। বাংলায় মোট কোভিড হাসপাতালের সংখ্যা ১০১ টি। মোট সেফ হোমের সংখ্যা ২০০ টি। সেফ হোমে মোট সজ্জা রয়েছে ১১, ৫০৭ টি। মোট রোগীর সংখ্যা ৮৭২। 

Advertisement

[আরও পড়ুন: ‘বেসরকারি সংস্থা নেতাদের কাজের হিসেব চেয়ে অসম্মান করছে’, ফের তৃণমূল নেতার নিশানায় পিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ