Advertisement
Advertisement

Breaking News

Madhyamgram

কড়ি ফেললেই মিলছে জাল আধার-ভোটার, মধ্যমগ্রামে ফাঁস চক্র

গ্রেপ্তার তিন বাংলাদেশি।

9 accused arrest in Madhyamgram for making false documents। Sangbad Pratdin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 20, 2023 9:07 pm
  • Updated:September 20, 2023 9:17 pm

অর্ণব দাস, বারাসত: জাল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক-সহ নয় জনকে গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে নথি তৈরির সরঞ্জামও।

ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের শ্রীপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে জাল ভোটার, আধার এবং প্যান কার্ড তৈরির তদন্তে নামে পুলিশ। প্রথমে সুদীপ্ত ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে একই এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে মঙ্গলবার রাতে হানা দেয় মধ্যমগ্রাম থানার পুলিশবাহিনী। সেখান থেকে আট জনকে আটক করা হয়।

Advertisement

[আরও পড়ুন: মোবাইলে মেসেজ দেখা নিয়ে বচসা! নেশাগ্রস্ত বন্ধুর ধাক্কায় মৃত্যু যুবকের]

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছে তিন বাংলাদেশি নাগরিক। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, সুদীপ্তর আত্মীয়ের বাড়িতেই জাল নথি তৈরির চক্র চলত। সেই বাড়ি থেকে একটি কম্পিউটার-সহ প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে শুটআউট, গোয়ালপোখরে গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধান]

উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে জাল নথি-সহ বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে পুলিশ। মোটা অর্থের বিনিময়ে একটি চক্র অবৈধ উপায়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট বানানোয় সাহায্য করছে। কী পরিকল্পনা ছিল অনুপ্রবেশকারীদের, তা খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ