Advertisement
Advertisement
খুন

হাওড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন, কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

মৃত ওই ব্যবসায়ী অসমের বাসিন্দা ছিলেন।

A businessman stabbed to death in Howrah area on tuesday

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 31, 2019 6:11 pm
  • Updated:December 31, 2019 7:22 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার কুপিয়ে খুন করা হল অসমের এক ব্যবসায়ীকে। দীর্ঘক্ষণ পেটে ছুরিবিদ্ধ অবস্থায় রাস্তায় দৌঁড়তে দেখা যায় তাঁকে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎই হাওড়ার শিবপুরের কোল ডিপো সংলগ্ন ডিসিআরসি ঘাট রোড দিয়ে এক যুবককে দৌঁড়তে দেখেন স্থানীয়রা। তাঁরা লক্ষ্য করে পেটে ছুরিবিদ্ধ অবস্থায় দৌঁড়চ্ছেন ওই যুবক। রক্তাক্ত গোটা শরীর। কোল ডিপোর কাছে পৌঁছতেই রাস্তায় উপর পড়ে যান ওই যুবক। এরপর এলাকার বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত ওই ব্যবসায়ীর নাম ভীম ভট্টরায়। বাড়ি অসমের কার্বি আংলং-এ।

Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের অশান্তিতে গ্রেপ্তার মালদহের ৬ যুবকের পাশে রাজ্য, শীঘ্রই আদালতে মুক্তির আবেদন]

কিন্তু কী কারণে খুন করা হল ওই ব্যবসায়ীকে? কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্তে শুরু করেছে পুলিশ। পাশাপাশি অসমের বাসিন্দা ওই ব্যবসায়ী কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই ব্যবসায়ীকে আক্রমণ করেছিল অভিযুক্তরা।  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ