চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই রক্তারক্তি কাণ্ড। গুলিতে প্রাণ গেল এক যুবকের। মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। যদিও ওই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা। নিহতের পরিবারের দাবি, তিনি বরাবর কংগ্রেস করতেন। অথচ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে নিজেদের দলীয় কর্মী বলেই দাবি করেছে।
নিহত যুবক ফুলচাঁদ শেখ, রতনপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধেয় ফুলচাঁদ তাঁর বন্ধুদের নিয়ে রতনপুর গ্রামে ভোটপ্রচার করছিলেন। অভিযোগ, মাঠের দিকে ঢোকার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের।
[আরও পড়ুন: দিল্লি পুলিশের রিপোর্টে স্বস্তিতে কুস্তিগিররা, রেফারির বিস্ফোরক বয়ানে চাপ বাড়ল ব্রিজভূষণের]
কে বা কারা গুলি চালাল তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সহ সভাপতি শ্বাশ্বত মুখোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি অথবা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস এবং বিজেপির মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি সখারব সরকার। কংগ্রেস এবং বিজেপির দাবি, নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ঘিরেই ঝামেলার সূত্রপাত। পালটা তৃণমূলের দিকে আঙুল তুলেছে দুই দল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।