Advertisement
Advertisement
A TMC worker injured in Amdanga shootout

আমডাঙায় শুটআউট, গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী

ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

A TMC worker injured in Amdanga shootout । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 8, 2023 9:34 am
  • Updated:May 8, 2023 9:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজবজের পর আমডাঙায় শুটআউট। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। জখম আবু তোয়েবকে প্রথমে বারাসতের হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ।

রবিবার রাতে আবু তোয়েব বাইকে চড়ে সন্তোষপুর থেকে ঘুরিগাছিতে ফিরছিলেন। মথুরা এলাকায় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতে গুলি লাগে তাঁরা। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করেন আবু তোয়েব। দুষ্কৃতীরা আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: গেরুয়াপন্থী সংগঠনের রবীন্দ্র অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে বাদ শুভেন্দুর নাম, সংযোজিত সুকান্ত]

স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন। আবু তোয়েবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে গুলি, তা এখনও বোঝা সম্ভব নয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ফের অভিষেকের কর্মসূচিতে অশান্তি, মুর্শিদাবাদে প্রার্থী বাছাইয়ে ভোটপর্বে হাতাহাতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ