Advertisement
Advertisement
Karandighi

অশান্তির মাঝে চারজনের উপর অ্যাসিড হামলা তরুণীর! তুমুল চাঞ্চল্য করণদিঘিতে

জখম চারজন ভরতি হাসপাতালে।

A woman allegedly attacks four youth with acid | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 13, 2023 4:59 pm
  • Updated:August 13, 2023 4:59 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: জমি বিবাদের জের। চারজনের উপর অ্যাসিড হামলার অভিযোগ এক তরুণীর বিরুদ্ধে। রবিবার দুপুরে ভয়ংকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের করণদিঘির পিচলা গ্রামে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, জমি-বাড়ি বিক্রিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। বাড়ির মালিক তপন সিংহ, নির্মল সাহা-সহ তিনজনের কাছে বাড়ি বিক্রি করে দেন বলে খবর। শনিবার জমির দখল নেন নতুন মালিকেরা। এখানেই সমস্যার শুরু। তপন সিংহের স্ত্রী প্রতিমা সাহার দাবি, তিনি বাপের বাড়িতে ছিলেন। হঠাৎ জানতে পেরেছেন স্বামী বাড়ি-জমি বিক্রি করে দিয়েছে। নতুন মালিকেরা নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় প্রতিমাদেবীদের। অভিযোগ, এরপরই প্রতিমাদেবীর বোন অশান্তি করে নতুন মালিকদের সঙ্গে। তাঁদের উপর অ্যাসিড হামলা করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: র‌্যাগিংয়ের শিকার এবার নবম শ্রেণির ছাত্র, আতঙ্কে স্কুল থেকে পালাল হাবড়ার পড়ুয়া]

জখম দুই ভাই নির্মল সাহা ও চন্দন সাহার অবস্থা আশঙ্কাজনক। শংকর সাহা এবং রাজকুমার সাহাকে প্রথমে করণদিঘি ব্লক হাসপাতালে ভরতি করানো হয়। তারপর শারীরিক অবস্থা আরও অবণতি হওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আকতার বলেন, “ঘটনায় জড়িতের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অ্যাসিড হামলা কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখতে জখমদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘পুলিশ হয়তো ডাকতে পারে’, গ্রেপ্তারির আগেই আশঙ্কা করেছিল যাদবপুরের ছাত্রমৃত্যুতে ধৃত মনোতোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ