অলংকরণ: অর্ঘ্য চৌধুরী।
অভিষেক চৌধুরী, কালনা: সোশাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম। পরিবার মানবে না বুঝেই ঘর ছেড়েছিলেন সমকামী যুগল। কিন্তু শেষরক্ষা হল না। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে যুগলকে উদ্ধার করে বাড়িতে ফেরাল পুলিশ।
পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা যুবতীর সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয় ওমরপুরের নাবালিকার। প্রথমে কথা থেকে শুরু। ধীরে ধীরে গভীরতা বাড়ে সম্পর্কে। প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন সমকামী যুগল। কিন্তু তাঁরা দুজনই জানত, এই সম্পর্ক কোনওদিনই পরিবার মেনে নেবে না। এদিকে একসঙ্গে জীবনযাপনের ইচ্ছে ছিল প্রবল। সেই কারণেই দুজনে সিদ্ধান্ত নেন ভালোবাসার মানুষের সঙ্গে ঘর ছাড়ার।
যেমন ভাবা তেমন কাজ। মাস তিনেক আগে বাড়ির কাউকে কিছু না জানিয়েই ঘর ছাড়েন ওই যুগল। চলে যান অন্ধ্রপ্রদেশ। সেখানেই থাকতে শুরু করেন তাঁরা। এদিকে মেয়েদের খুঁজে না পেয়ে পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়ে যায়। কোথাও হদিশ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অবশেষে অন্ধ্রপ্রদেশ থেকে যুগলকে উদ্ধার করে বাড়িতে ফেরাল পুলিশ। তরুণী জানান, তিনি ওই নাবালিকাকে বিয়ে করেছিলেন। তাঁরা দুজন একে অপরকে ভালোবাসে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.