Advertisement
Advertisement

Breaking News

Halishahar

মদ তৈরির ভাটিতে নেমেই মৃত্যু যুবকের! নেপথ্যে বিষাক্ত গ্যাস?

মদের কারখানা বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা।

A youth of halisahar died in an accident, 2 people admitted in hospital

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 8, 2024 7:03 pm
  • Updated:April 8, 2024 7:03 pm

অর্ণব দাস, বারাকপুর: বেআইনি মদ তৈরির ভাটিতে নেমে মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা হালিশহরের মাঝিপাড়া গ্রামপঞ্চায়েতের ঘটনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে মদের কারখানা বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, মৃতের নাম মুকুট সোরেন। তাঁর বয়স ৩৫ বছর। শিবদাসপুর থানার আঁটিসাড়া গ্রামের বাসিন্দা তিনি। হালিশহর জেটিয়া থানার পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়ায় একটি বেআইনি মদের কারখানা চলছে দিনের পর দিন। স্থানীয়দের দাবি, আট ফুট গভীর চেম্বারের ভিতর থাকে মদ তৈরির উপকরণ। রবিবার রাতে মই দিয়ে ওই চেম্বারের মধ্যে নামেন মুকুট সোরেন নামে ওই যুবক-সহ ৩ জন। চেম্বার থেকে মদের উপকরণ বের করছিলেন তাঁরা। সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন সকলেই।

Advertisement

[আরও পড়ুন: বাম ও কংগ্রেসের একাংশের ক্ষোভ! জোড়া ফলায় ঘাটালের প্রার্থী প্রত্যাহারের পথে হাতশিবির]

কোনওরকমে উদ্ধার করা হয় তাঁদের। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মুকুট সোরেনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কেন এই মৃত্যু? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চেম্বারের বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পডুন: রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনলে ইতিহাসের ভুল দিকে থাকবে ভারত, হুঁশিয়ারি আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ