Advertisement
Advertisement
Adhir Ranjan Chowdhury

মমতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! চাইছেন অধীর

অন্য সমীকরণের ইঙ্গিত?

Adhir Ranjan Chowdhury expresses wish to see Justice Ganguly as CM candidate । Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 2, 2023 2:00 pm
  • Updated:December 2, 2023 3:12 pm  

কল্যাণ চন্দ, বহরমপুর: আইন ব্যবস্থা নিয়ে তাঁর একাধিক নির্দেশ জনপ্রিয় হয়েছে। তাঁকে ‘মানুষের ভগবান’ হিসেবেও তকমা দিয়েছেন কেউ কেউ। এবার সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কেই (Justice Abhijit Ganguly) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)! শনিবার বহরমপুরে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর পরই সাংবাদিক সম্মেলন করে অধীর বলেন, ”আমরা চাইব  আগামিদিনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তা যদি হয়, আমি কায়মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব। বাংলার মানুষ তাঁর উপর ভরসা রাখেন। এটা একটা নতুন নজির হবে।”

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিচারাধীন থাকার সময় চাকরিপ্রার্থীদের হয়ে একাধিক নির্দেশ দিয়ে জনপ্রিয় হয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এছাড়া বিচারপতি হলেও তেমন ঘেরাটোপে থাকেন না তিনি। যে কোনও অনুষ্ঠানে পৌঁছে যান মানুষের কাছাকাছি। এহেন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর (CM Candidate) মুখ করে নির্বাচন চান অধীররঞ্জন চৌধুরী। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায় বাম মনোভাবাপন্ন। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির এদিনের মন্তব্যে নতুন রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহলের একাংশ। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিদ্যুৎ’ বিদায়ের পরই শান্তিনিকেতনে ফের পৌষমেলা!

শনিবার মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরতে গিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অধীরের প্রস্তাব নিয়ে এখনও অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। পরবর্তী সময় কি রাজনীতির ময়দানে দেখা যাবে? তা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে মুখ না খুললেও অভিজ্ঞ মহলের একাংশের মত, এমনটা হতেই পারে, তৃণমূল বিরোধিতায় কোনও রাজনৈতিক দলের মুখ হলেন তিনি। অধীরের আজকের ‘ইচ্ছাপ্রকাশ’ কি তারই ইঙ্গিত?

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: টেমস নদীতে ভাসছে ভারতীয় পড়ুয়ার লাশ! রহস্য ঘনীভূত লন্ডনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement