Advertisement
Advertisement

Breaking News

বায়ুসেনার প্রাক্তন কর্মীকে প্রার্থী করে কৃষ্ণগঞ্জে চমক বিজেপির

জয় নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের প্রার্থী আশিস কুমার বিশ্বাস।

BJP nominates ex Air Force staff as their candidate in Krishnagunj
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 7, 2019 9:13 pm
  • Updated:April 8, 2019 7:53 am

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: মনোনয়নপত্র জমার দেওয়ার সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র একদিন। অবশেষে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবিরের বাজি ভারতীয় বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত কর্মী।

[আরও পড়ুন: ফের লোকসভার লড়াইয়ে আলুওয়ালিয়া, এবার পরীক্ষা বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে]

Advertisement

কৃষ্ণগঞ্জের গাজনা এলাকার পশ্চিম পাড়ায় থাকেন আশিষ কুমার বিশ্বাস। ভারতীয় বায়ুসেনায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতেন। বরাবরই বিজেপি মনোভাবাপন্ন আশিসবাবু। তবে যখন ভারতীয় বায়ুসেনায় চাকরি করতেন, তখন পেশাগত কারণে সক্রিয় রাজনীতি করতে পারেননি। বছর চারেক আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। এখন বিজেপির সক্রিয় কর্মী আশিস কুমার বিশ্বাস। নদিয়ার হাঁসখালি ব্লকের দলের ৩৭ নম্বর মণ্ডল কমিটির সদস্য তিনি। বায়ুসেনার অবসরপ্রাপ্ত এই কর্মীকেই শেষপর্যন্ত কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মনোনীত করল বিজেপি। বায়ুসেনার কর্মী ছিলেন, তাই তাঁর দেশপ্রেম নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আবার দলেরও অনুগত কর্মী। এই দুটি কারণে আনকোরা আশিস কুমার বিশ্বাসকে বিজেপি প্রার্থী করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

জীবনে প্রথমবার ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কৃষ্ণগঞ্জ বিধানসভা নির্বাচনে জেতার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস। তাঁর সাফ কথা, সিপিএম প্রার্থী দিলেও, ভোটে লড়াই হবে তৃণমূলের সঙ্গেই। গত বিধানসভা ভোটে কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী সত্যজিৎ বিশ্বাস। গত ৯ ফ্রেরুয়ারি মাজদিয়ার নিজের পাড়ায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়ে খুন হন তিনি। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে নিহত বিধায়কের স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল।

[আরও পড়ুন: নির্বাচনের দিন ‘পোল ভোট’ করবে তৃণমূল, নয়া দাওয়াই অনুব্রতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ