Advertisement
Advertisement

Breaking News

‘পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তায় ফেলে রাখব’, ইসলামপুরে হুমকি দিলীপের

বিজেপির জনসভায় হাজির নিহতদের পরিবার৷  

BJP state President Dilip Ghosh makes controversial remarks in a public meeting at Islampur
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 6, 2018 8:55 pm
  • Updated:October 6, 2018 8:55 pm

শংকর রায়, রায়গঞ্জ: পুলিশ যেদিন পিছনে থাকবে না, পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তা ফেলে রাখব৷ কেউ জল দেবে না৷ ইসলামপুর কাণ্ডে নাম না করে শাসকদলকে হুমকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ শনিবার ইসলামপুরের কোর্ট ময়দানে জনসভা করল বিজেপি৷ জনসভা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা৷ বিজেপি সভায় যোগ দিয়েছিলেন নিহত দুই ছাত্রের পরিবারের লোকেরাও৷

[রাজ্যে ফের ছাত্রমৃত্যু, কোচবিহারে দুষ্কৃতীদের মারে প্রাণ গেল কলেজ পড়ুয়ার]

Advertisement

২০ সেপ্টেম্বর৷ উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ গুলিবদ্ধ হয়ে মারা যান দুই ছাত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার দিন গুলি চালিয়ছিল পুলিশই৷ সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিজনেরা৷ এখনও বন্ধ দাঁড়িভিট হাইস্কুল৷ এদিকে এই ইস্যুতে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি৷ ছাত্রমৃত্যুর প্রতিবাদে রাজ্যে বনধ পালন করেছে গেরুয়াশিবির৷ নিহতদের পরিবারের লোকেদের নিয়ে দিল্লি গিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ রাষ্ট্রপতির সঙ্গে দেখা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা৷ জাতীয় মানবাধিকার কমিশনেও নালিশ জানিয়েছে বিজেপি৷ সোমবার ইসলামপুরের কোর্ট ময়দানে জনসভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ নাম না করে শাসকদলকে হুমকি দিলেন তিনি৷

Advertisement

কী বললেন দিলীপ ঘোষ? বিজেপি রাজ্য সভাপতির হুঁশিয়ারি, ‘দাড়িভিট কাণ্ডের শেষ দেখে ছাড়ব৷ পুলিশ যেদিন পিছনে থাকবে না, পিঠের ছাল তুলে নুন মাখিয়ে রাস্তা ফেলে রাখব৷ কেউ জল দেবে না৷’ শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও৷ তাঁর প্রশ্ন, ‘পুলিশ গুলি করে দু’জন ছাত্রকে মেরে ফেলল৷ অথচ ময়নাতদন্তে গুলিই পাওয়া গেল না! এ রাজ্যে কি জঙ্গলরাজ চলছে?’ এদিকে বিজেপি নেতারা যখন শাসকদলকে বিঁধছেন, তখন মঞ্চে হাজির নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা৷ এদিকে আবার আগামী ২৭ অক্টোবর দাড়িভিটে পালটা জনসভা করার কথা ঘোষণা করেছে শাসকদল৷  

[ রাতভর মারধরের জের! শেওড়াফুলিতে জিআরপি হেফাজতে বন্দির মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ