Advertisement
Advertisement

Breaking News

Maldah

‘নির্যাতিতা’ মহিলাদের বিরুদ্ধেই মামলা! প্রতিবাদে টানা ২৪ ঘণ্টা মালদহে অবরোধ বিজেপির

ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার ৫ জন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সাংসদের।

BJP withdraws sit-in-protest after 24 hours in case of viral video where harrassment of tribal women seen | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2023 5:14 pm
  • Updated:July 23, 2023 6:31 pm

বাবুল হক, মালদহ: চুরির অভিযোগে দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে বেদম প্রহারের ভিডিও ভাইরাল (Video Viral)। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’। সেই ঘটনা ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতিও। বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি (BJP) নেতারা। ঘটনার প্রতিবাদে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে টানা ২৪ ঘণ্টা অবরোধ চালিয়েছেন নেতা, কর্মীরা। রবিবার দুপুর ২টো নাগাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের (ASP) আশ্বাসে অবরোধ ওঠে। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ঘটনার জল গড়িয়েছে বহু দূর। যে মহিলাদের নির্যাতনের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধেই থানায় মামলা রুজু করেছে পুলিশ। মাস খানেক আগে এক মৃত্যুর ঘটনায় স্থানীয়রা থানা ঘেরাও করেন। সেই মামলায় পুলিশ এই দুই মহিলার নামও জুড়েছে বলে খবর। তাঁরা আপাতত থানায় রয়েছেন। তা নিয়েই আপত্তি স্থানীয়দের। কেন নির্যাতিতদের থানায় নিয়ে যাওয়া হল? সেই প্রশ্ন তুলছেন সকলে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে মমতার সঙ্গে জোট হবে না, কর্মীদের বোঝাতে নতুন কর্মসূচি সিপিএমের]

আদিবাসী মহিলাদের নির্যাতনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার দুপুর ২টো থেকে মালদহ টাউনে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করেছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর নেতৃত্বে শামিল হয়েছিলেন অন্যান্যরাও। রবিবার সকাল থেকে তির-ধনুক নিয়েও অবরোধে শামিল হন একাংশ। এসপি-র সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু এসপি দেখা করেননি। রাতভর চলে তাঁদের অবরোধ। এরপর রবিবার দুপুরে অবরোধকারীদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত সাউ। দোষীদের দ্রুত গ্রেপ্তারির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিজেপি সাংসদ (BJP MP) খগেন মুর্মু। তবে তা সত্ত্বেও অশান্তির আঁচ কমছে না।

Advertisement

[আরও পড়ুন: মিটারে নয়, এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের]

অন্যদিকে, বিজেপি মহিলা মোর্চা এ বিষয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটছে। মালদহ (Maldah) থেকে প্রতিবাদ কর্মসূচি কলকাতার বুকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। নির্যাতনের যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, তা যেন আরও ছড়িয়ে না পড়ে, সেই আবেদন নিয়ে পথে নামবেন মহিলা মোর্চার সদস্যরা। আগামী সপ্তাহে শ্যামবাজারের তাঁদের কর্মসূচি রয়েছে বলে খবর।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ