Advertisement
Advertisement

Breaking News

তর্পণ করবেন জেপি নাড্ডা, পুরুলিয়ায় মৃত কর্মীদের অস্থিকলস কলকাতায় আনছে বিজেপি

ট্যাবলো সাজিয়ে বাইক মিছিল করে দলের সদর দপ্তরে আসছেন গেরুয়া শিবিরের কর্মীরা৷

BJP's working prez. JP Nadda to observed Tarpan on Mahalaya in Ganges
Published by: Tanujit Das
  • Posted:September 27, 2019 2:23 pm
  • Updated:September 27, 2019 3:52 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরুলিয়ায় রাজনৈতিক শহিদ ছয় বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা৷ আর এজন্য শুক্রবার সকালে ছয় কর্মীর অস্থিকলস নিয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করলেন জেলার বিজেপি কর্মীরা৷ রীতিমতো ট্যাবলো সাজিয়ে বাইক মিছিল করে দলের সদর দপ্তরে আসছেন গেরুয়া শিবিরের কর্মীরা৷

[ আরও পড়ুন: চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হাতি, ভাঙল রেলইঞ্জিন]

Advertisement

বিজেপির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা পরবর্তী সময় পর্যন্ত ৪০ জনেরও বেশি বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন৷ যাঁদের মধ্যে পুরুলিয়া থেকেই ছ’জন শহিদ পয়েছেন৷ বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হন পুরুলিয়ার বলরামপুরের জগন্নাথ টুডু, ত্রিলোচন মাহাতো ও দুলার কুমার৷ এরপর নির্বাচন পরবর্তী বোর্ড গঠনকে কেন্দ্র করে জয়পুর ব্লকের ঘাগরা গ্রামপঞ্চয়েতে মৃত্যু হয় দামোদর মণ্ডল ও নিরঞ্জন গোপের৷ শাসকদলের প্ররোচনায় গুলি করে পুলিশ, এদের খুন করেছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ এরপর লোকসভা নির্বাচনের আগে আরশার সেনাবোনা গ্রামে রাজনৈতিক খুন হন শিশুপাল সহিস৷ এই ঘটনাগুলিকে ইস্যুকে করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে শাসকদল ও পুলিশে-প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন ও বিক্ষোভ চালিয়েছে পদ্ম শিবির৷ ভোটের রেজাল্টে যার সুফলও মিলেছে৷ এবার বিধানসভার আগে আবার নতুন করে এই ইস্যুগুলিতে শাসকের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে বিজেপি৷

Advertisement

[ আরও পড়ুন: আজ বর্ধমানে উড়ালপুলের উদ্বোধন নয়, দিনক্ষণ ঠিকই করতে পারল না রেল ]

শুক্রবারই কলকাতায় এসেছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলোপ প্রসঙ্গে এদিন দলীয় কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি। এরপর ২৮ সেপ্টেম্বর গঙ্গাবক্ষে মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন তিনি৷ বিজেপির কার্যকরী সভাপতির দায়িত্ব পাওয়ার পরে পশ্চিমবঙ্গে এটাই জেপি নাড্ডার প্রথম সফর। বিজেপি সূত্রে খবর, এই সফরে সংগঠনের হালহকিকত ও বুথস্তরে দলের পরিস্থিতির খবর নেবেন তিনি।

ছবি: সুনীতা সিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ