Advertisement
Advertisement

Breaking News

Bomb blast in Malda killed two people

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মালদহে প্রাণ গেল ২ জনের

বিস্ফোরণে জখম হয়েছেন অনেকেই।

Bomb blast in Malda killed two people । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 17, 2022 8:45 am
  • Updated:July 17, 2022 9:07 am

বাবুল হক, মালদহ: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মুর্শিদাবাদের পর এবার ঘটনাস্থল মালদহের (Malda) মাণিকচকের গোপালপুর। বিস্ফোরণে প্রাণ গেল দু’জনের। জখম আরও অনেকে। তাঁদের মধ্যে একজন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল, তা খতিয়ে দেখছে মাণিকচক থানার পুলিশ।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গোপালপুরের চণ্ডীপুর মাঠ এলাকায় চলছিল বোমা বাঁধার কাজ। তখনই জোরালো শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। ঘুমঘোরেও প্রায় চমকে ওঠেন স্থানীয়রা। বাড়ি থেকে বেরিয়ে পড়েন সকলে। তাঁরা দেখেন চণ্ডীপুর মাঠ থেকে এই শব্দ পাওয়া গিয়েছে। সেখানেই বেশ কয়েকজনকে এদিক সেদিক ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

Advertisement

[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ধনকড়ের নাম নিয়ে এখনই মুখ খুলছে না তৃণমূল, সংশয়ে বিরোধীরা]

খবর দেওয়া হয় মাণিকচক থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মধ্যে দু’জনকে মৃত বলে জানান চিকিৎসকরা। জানা গিয়েছে, ফারজান আলি এবং সফিকুল ইসলাম নামে ওই দু’জন গোপালপুরের বাসিন্দা। আহতরা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। ঠিক কী কারণে রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। চলতি মাসে মুর্শিদাবাদের ডোমকলে (Domkal) বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের। সাতাশ বছর বয়সি সিরাজুল শেখ নামে ওই যুবকের প্রাণ যায়। তাঁর সঙ্গী নাজমুল শেখের হাত উড়ে যায়। এর আগে গত জানুয়ারিতে বেলডাঙাতেও একইরকম ঘটনা ঘটে। একের পর এক বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক উদাসীনতার অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: তৃণমূলের শহিদ দিবস হোক ভারচুয়ালি, করোনার বাড়বাড়ন্তে হাই কোর্টে মামলা চিকিৎসকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ