বাবুল হক, মালদহ: বাংলাদেশে ভারতীয় জাল নোট তৈরির কারখানা! মালদহের বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে জাল ভারতীয় নোট পাচারের চেষ্টার ছক বানচাল বিএসএফের। উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার ভারতীয় জাল নোট। সবই ৫০০ টাকার নোট। পাচারের চেষ্টা রুখে দিলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ। জওয়ানদের দেখতে পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ভারত-বাংলাদেশ সীমান্তের শোভাপুরে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় রোজকার মতোই এদিনও টহল দিচ্ছিলেন বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বিএসএফ জানিয়েছে সেই সময় বেড়ার ওপারে ঘোরাফেরা করছিল বাংলাদেশের তিন নাগরিক। নজরে রেখেছিলেন বিএসএফ জওয়ানরা। হঠাৎ একটি সন্দেহজনক প্যাকেট ওপার থেকে এপারে ছুঁড়ে দেয় ওই দুষ্কৃতীরা। সেই প্যাকেট সংগ্রহ করার জন্য এপারে লুকিয়ে ছিল স্থানীয় দুষ্কৃতীরা। জওয়ানদের দেখে পালিয়ে যায় তারা। প্যাকেট কুড়িয়ে পান টহলরত জওয়ানরা। পুলিশ জানিয়েছে, সেই প্যাকেট সংগ্রহ করে বিএসএফ। তা থেকে ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে।
নতুন পদ্ধতিতে নোট পাচারের চেষ্টা করছেন দুষ্কৃতীরা। বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে জাল নোটের প্যাকেট ছুঁড়ে ফেলা হচ্ছে ভারতীয় ভূ-খণ্ডে। আর সেই প্যাকেট সংগ্রহ করছে সহযোগী এপারের দুষ্কৃতীরা। বৃহস্পতিবারও সেই চেষ্টা করে তারা। তবে তা রুখে দেয় বিএসএফ। বিএসএফ সূত্র জানিয়েছে, ইদানীং সীমান্তে জাল নোট কুড়িয়ে পাওয়ার ঘটনা ঘটছে। সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে ওপারের দুষ্কৃতীরা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে জাল নোট ছুঁড়ছে। তা কুড়োতে সক্রিয় এপারের কিছু পাচারকারী। বাংলাদেশ থেকে ভারতে জাল নোট পাচারের এমন কৌশল রুখতে টহলদারি বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্র দাবি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.