Advertisement
Advertisement

Breaking News

accident

চলন্ত বাসে বচসার জেরে খালাসিকে ধাক্কা কন্ডাক্টরের, চাকায় পিষ্ট হয়ে বিটি রোডে মৃত্যু

পলাতক অভিযুক্ত কনডাক্টর।

Bus worker died in B T Road in an accident | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 20, 2024 8:30 pm
  • Updated:February 20, 2024 8:30 pm

অর্ণব দাস, বারাকপুর: চলন্ত বাসেই কন্ডাক্টরের সঙ্গে খালাসির ঝামেলা। তার জেরেই খালাসিকে ধাক্কা মারেন ওই বাসের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার খড়দহ থানা সংলগ্ন বিটি রোডে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের নাম নির্মল দেবনাথ (৫৪)। তাঁর বাড়ি রহড়ার। পুলিশ জানিয়েছে, বাস চালককে আটক করা হয়েছে। অভিযুক্ত কন্ডাক্টর পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন:  যাবে না চাকরি, বরং তৈরি হবে নতুন সুযোগ, কৃত্রিম মেধার প্রসার নিয়ে দাবি IBM কর্তার]

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭৮ নম্বর রুটের বাসটি এদিন বেলায় বিটি রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় থেকে বারাকপুর চিড়িয়ামোড়ের দিকে যাচ্ছিল। বাসে উপস্থিত যাত্রীরা জানিয়েছেন, চলন্ত বাসের গেটের কাছে কন্ডাক্টরের সঙ্গে খালাসির বেশ কিছুক্ষণ ধরে বচসা চলছিল। অভিযোগ, দু’জনের মধ্যে এই ঝামেলার মধ্যেই খালাসি নির্মলকে ধাক্কা মারে কন্ডাক্টর। ছিটকে রাস্তায় পড়তেই বাসের পিছনের চাকায় পিষ্ট হন নির্মল।

Advertisement

তড়িঘড়ি চালক বাস দাঁড় করালে জড়ো হয়ে যান স্থানীয়রা। বাসের থেকে নেমে পড়েন যাত্রীরাও। সেই সুযোগেই এলাকা ছেড়ে চম্পট দেয় কন্ডাক্টর। রক্তাক্ত অবস্থায় খালাসিকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: চণ্ডীগড় মেয়র নির্বাচন: বিরোধীদের ‘বাতিল’ ভোটও বৈধ, পুনর্গণনার সুপ্রিম নির্দেশে ধাক্কা বিজেপির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ