Advertisement
Advertisement

Breaking News

CBI

‘কথা বলার মতো অবস্থায় নেই’, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়ালেন অনুব্রতকন্যা

এদিনই অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

CBI reached at Anubrata Mandal's house to interrogate his daughter Sukanya Mandal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 17, 2022 12:26 pm
  • Updated:August 17, 2022 4:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়িতে সিবিআই আধিকারিকরা। বুধবার বেলা ১২ টা বেজে ১৭ মিনিট নাগাদ সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল পৌঁছন মণ্ডল বাড়িতে। জানা গিয়েছে, একাধিক নথি সঙ্গে নিয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু জেরার মুখোমুখি হতে রাজি হননি সুকন্যা। 

অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পরই তাঁর সম্পত্তির খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই। তখনই উঠে আসে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। পেশায় শিক্ষিকা সুকন্যার এত সম্পত্তি এল কোথা থেকে, তা জানতে তাঁকে জেরা করার সিদ্ধান্ত নেয় সিবিআই। বুধবার সকালে প্রথমে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর নিচুপট্টির বাড়িতে যান তদন্তকারীরা। সোজা উঠে যান দোতলায়। সেখানে ছিলেন সুকন্যা। মিনিট দশেকের মধ্যে ওই বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। 

Advertisement
অনুব্রতর বাড়িতে সিবিআই।

[আরও পড়ুন: ‘কোন্নগর টু ক্যালিফোর্নিয়া’, বিমানে আমেরিকা যাচ্ছে বাংলার শিল্পীর তৈরি দুর্গাপুজোর মণ্ডপ]

জানা গিয়েছে, সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা। তিনি জানান, “বাবা হেফাজতে রয়েছেন, সদ্যই মাকে হারিয়েছি। তাই এখন কোনও কথা বলব না।” সেই কারণে ১০ মিনিটের মধ্যেই মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন নজর সেদিকেই। 

Advertisement

 

প্রসঙ্গত, তদন্তে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একাধিক কোম্পানির হদিশ মিলেছে। তার মধ্যে একটি নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির ডিরেক্টর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণ নামে এক সরকারি কর্মী। নগদ ও বিনা বন্ধকে এই কোম্পানিতে ঋণ হিসাবে টাকা আসত বলে খবর। সুকন্যার কোম্পানিতে এভাবেই চার বছর আগে এসেছিল চার কোটি ২ লক্ষ টাকা।  

[আরও পড়ুন: পাচারের ছক বানচাল, শিলিগুড়ি থেকে চিতাবাঘ ও রেড পাণ্ডার চামড়া-সহ গ্রেপ্তার ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ