রমণী বিশ্বাস, তেহট্ট: নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ‘ঘনিষ্ঠ’ ইতি সরকারের বাড়িতে সিবিআই হানা। ঘণ্টাদেড়েক ধরে চলে জোর তল্লাশি। দু’টি মোবাইল এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সিবিআই আবার তদন্ত করতে আসলে তাদের সহযোগিতা করবেন বলেই আশ্বাস ইতির।
টানা ১৫ ঘণ্টা জেরা ও তল্লাশির পর শনিবার সিবিআই আধিকারিকরা তেহট্টের কড়ুইগাছিতে বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরন সিবিআই আধিকারিকরা। এরপর প্রাক্তন আপ্ত সহায়ক প্রদীপ কয়ালের বাড়িতে যান তাঁরা। একদল সিবিআই আধিকারিক যান তেহট্ট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ইতি সরকারের বাড়ি। তখন ঘড়ির কাঁটায় ১০টা ৪০ মিনিট হবে। বেলা ১২টা ১০ মিনিট নাগাদ বেরন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইতি সরকারের দাবি, প্রায় দেড়ঘণ্টা ধরে গোটা বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তাঁর এবং স্বামীর দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ইতি বিধায়ক তাপস সাহার ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। বিধায়কের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’কে হাতিয়ার করে স্কুলের পোশাক সরবরাহের বরাত ইতি পেয়েছিলেন বলেই সূত্রের খবর। এদিন সিবিআই আধিকারিকরা সে বিষয়ে ইতিকে জিজ্ঞাসাবাদ করেন।
সিবিআই তল্লাশির পর ইতি জানান, রাজনৈতিক সূত্রেই তাপস সাহার সঙ্গে তাঁর আলাপ। বিধায়ক তাঁর বাবার মতো। রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে স্কুলের পোশাকের টেন্ডার পাননি বলেই দাবি ইতির। জানান, এই কাজটি একটি স্বনির্ভর গোষ্ঠী করে। টেন্ডার দিয়ে সে কাজ পেয়েছেন তিনি। সিবিআই হানা নিয়ে তেমন মাথাব্যথা যে নেই, তা স্পষ্ট করেছেন ইতি। তদন্তে সবসময় সিবিআইকে সহযোগিতা করবেন বলেই আশ্বাস তাঁর।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.