Advertisement
Advertisement
কাটোয়া পুরসভা

কাটোয়া পুরসভায় ধুন্ধুমার, বিক্ষোভের মুখে চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

চেয়ারম্যানের সঙ্গে তিন তৃণমূল কাউন্সিলরের বাদানুূবাদ, দেখুন ভিডিও।

Chaos in board meeting at Katwa Municipality corporation
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 28, 2019 3:50 pm
  • Updated:May 28, 2019 3:50 pm

ধীমান রায়, কাটোয়া: কাটোয়া পুরসভায় ধুন্ধুমার। দুর্নীতির অভিযোগে চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই ৩ জন কাউন্সিলর। ছোঁড়া হল কাচের গ্লাসও। পুরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে চলল অবস্থান বিক্ষোভ।

[আরও পড়ুন: দলীয় কার্যালয় পুনরুদ্ধারে গিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পুরবোর্ডের বৈঠক চলছিল কাটোয়া পুরসভায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিনিট দশেক পর বৈঠকে হাজির হন তৃণমূল কাউন্সিলর অমর রাম, শ্যামল ঠাকুর ও প্রণব দত্ত। চেয়ারম্যানের কাছে তাঁরা জানতে চান, কেন পুরসভার ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হল? পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কাউন্সিলর অমর রাম, শ্যামল ঠাকুর ও প্রণব দত্ত। বৈঠকে যখন তুমুল হইহট্টগোল চলছে, তখন কাচের গ্লাসও ছোঁড়া হয়। শেষপর্যন্ত নিরাপত্তারক্ষীরা কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভেস্তে যায় পুরবোর্ডের বৈঠক। এদিকে বৈঠক ভেস্তে যাওয়ার পর পুরসভায় চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ঘরের সামনে অবস্থানে বিক্ষোভে বসে পড়েন তিনজন তৃণমূল কাউন্সিলর। বিক্ষোভ চলে প্রায় দুপুর পর্যন্ত।

Advertisement

গত পুরভোটে কাটোয়া পুরসভার ১০টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। আর বাকি ১০টি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। শেষপর্যন্ত অবশ্য কাটোয়া পুরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। চেয়ারম্যান হন অমর রাম। তখন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন কংগ্রেসে। ২০১৬ সালের বিধানসভা ভোটের মুখে দলবদলে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। গত বিধানসভা ভোটে শাসকদলের টিকিটে কাটোয়া থেকে ফের জেতেন দলত্যাগী কংগ্রেস বিধায়ক। এদিকে অনাস্থা ভোটে হেরে কাটোয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন অমর রাম। নয়া চেয়ারম্যান হন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, চেয়ারম্যানের পদ খুইয়ে পুরসভায় কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন কাউন্সিলর অমর রাম। এবারের লোকসভা ভোটে বর্ধমান পূর্বে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল। কিন্তু, বিধানসভা তো বটেই, কাটোয়া পুর এলাকায়ও এগিয়ে বিজেপি প্রার্থী। তাই সুযোগ বুঝে পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বিপাকে ফেলতে তৎপর হয়ে উঠেছেন বিরোধী গোষ্ঠীর তৃণমূল কাউন্সিলর অমর রাম ও তাঁর অনুগামীরা।

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement