Advertisement
Advertisement

Breaking News

নৌকা

সাজানো নৌকা নিয়ে ইছামতীতে নজরকাড়া প্রচার বনগাঁর কংগ্রেস প্রার্থীর

ক্ষমতায় এলে ইছামতী পূর্ণ সংস্কারের আশ্বাস দিয়েছেন কংগ্রেস প্রার্থী৷

Congress candiadate started campaign by boat in Bongaon
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 28, 2019 3:53 pm
  • Updated:April 28, 2019 3:53 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  কচুরিপানায় অবরুদ্ধ ইছামতীর অধিকাংশ৷ তার মাঝখান দিয়েই এগিয়ে চলেছে কংগ্রেসের পতাকাঘেরা সুসজ্জিত নৌকা৷ তাতে রয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ, সঙ্গে দলের কর্মীরা। রবিবার সকালে এভাবেই নৌকা থেকেই জনসংযোগ সারলেন তিনি।

আরও পড়ুন: ‘দিল্লির গদি নয়, পাবে কাঁকর মেশানো বাংলার লাড্ডু’, মোদিকে কটাক্ষ মমতার

৬ মে বনগাঁ লোকসভা আসনের নির্বাচন। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই শেষ লগ্নের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতারাই। প্রচারে চাই নতুনত্বের ছোঁয়া। সেকথা মাথায় রেখে এবার তৃণমূলের পথে হাঁটল কংগ্রেস। একটু অন্যভাবেই শেষ রবিবাসরীয় প্রচার সারলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ। রবিবার সকালে প্রথমে বনগাঁর ঢাকাপাড়া এলাকায় হেঁটে প্রচার করেন কংগ্রেস প্রার্থী৷ এরপর সদলবলে বনগাঁ দীনবন্ধু নগর কলেজ ঘাটে হাজির হন। আগে থেকেই দলের তরফে সেখানে দুটি সাজানো নৌকা রাখা ছিল৷ সেই নৌকায় উঠে শিমুলতলার দিকে এগিয়ে যান প্রার্থী৷ কর্মী, সমর্থকদের স্লোগানের শব্দ কানে পৌঁছাতেই নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। যাঁরা ঘাটে ছিলেন, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন সৌরভ প্রসাদ। 

Advertisement

আরও পড়ুন: নির্বাচনের আগের দিনই রানাঘাটে আত্মহত্যার চেষ্টা ভোটকর্মীর

নৌকা থেকেই সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বনগাঁর একেবারে মাঝখান দিয়ে বয়ে গেছে ইচ্ছামতী। অথচ এই নদী সংস্কারের ব্যাপারে কোনও সরকারই কোনওদিন উদ্যোগ নেয়নি৷ তার ফলেই আজ এই অবস্থা হয়েছে ইছামতীর।’  স্থানীয়দের আশ্বাস দেন, তিনি ক্ষমতায় এলে তাঁর প্রথম কাজই হবে ইছামতীর পূর্ণাঙ্গ সংস্কার করা। প্রার্থীর মুখে এই আশ্বাস পেয়ে খুশি হন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ওই এলাকায় প্রচার সেরে তিনি অন্য দিকে চলে যান প্রচারের জন্য৷ প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে কাকে পিছনে ফেলে এগিয়ে যাবেন কে, তা জানা যাবে ২৩ মে।     

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ