কল্যাণ চন্দ্র, বহরমপুর: জয়ের হ্যাট্রিকের পথে ‘উটকো বিপদ’ নির্দল! জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট ময়দানে আরেক অভিজিৎ। তাঁর নাম অভিজিৎ খামারু। নির্দল প্রতীকে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন নবগ্রামের বাসিন্দা অভিজিৎ খামারু। মুখে না বললেও ওই নির্দল প্রার্থী কিছুটা হলেও কপালে ভাঁজ ফেলেছে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের।
মুর্শিদাবাদ লোকসভা আসনের পর এবার জঙ্গিপুরেও একই নামে মনোনয়নপত্র জমা দিল নির্দল। নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রামের ব্যবসায়ী অভিজিৎ খামারু নির্দল চিহ্নে জঙ্গিপুর লোকসভা আসনে লড়তে চলেছেন। বৃহস্পতিবার বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিয়ে নির্দল প্রার্থী বলেন, তিনি ছোট থেকেই কংগ্রেস করতেন। কিন্তু বছর কয়েক আগে দল ছেড়েছেন। তাঁর লড়াই উন্নয়নের পক্ষে। বিশেষত গ্রামেগঞ্জে রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা মেটাতে তিনি লোকসভার প্রার্থী হয়েছেন। এদিকে একই সময়ে প্রশাসনিক ভবনে ভোটের কাজে ঢুকেছিলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। বিষয়টি জানতে পেরে নির্দল প্রার্থীর পিঠ চাপড়ে তিনি বলেন, “কী ভাই অভিজিৎ কেমন আছেন”? অভিজিৎ মুখোপাধ্যায়ের মুখে হাসি থাকলেও বিষণ্ণ দেখাল নির্দল প্রার্থীকে। নির্দল সমর্থকদের মাটিতে বসতে দেখে কংগ্রেসপ্রার্থী তাঁদের চেয়ারে বসার অনুরোধ জানান।
[ আরও পড়ুন: ‘শলাকা’ দেখিয়ে ভোট করানোর নিদান, আবারও বিতর্কে অনুব্রত মণ্ডল ]
এদিন অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, গত লোকসভা ভোটে অভিজিৎ সরকার নামে বহরমপুরের একজন জঙ্গিপুর লোকসভায় ভোটে দাঁড়িয়ে দশ হাজারের বেশি ভোট কেটেছিল তাঁর। ফলে বিভান্তি ছড়াতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দল প্রার্থী দাঁড় করানো হয়েছে। বিরোধী শিবির চাইছে না যে কংগ্রেস জিতুক জঙ্গিপুরে। এদিকে পরিসংখ্যান বলছে, ২০১৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অভিজিৎ মুখোপাধ্যায় জয়ী হয়েছিলেন মাত্র ৮ হাজার ১৬১ ভোটে। সেই সময় একই নামের প্রার্থী দশ হাজারের বেশি ভোট কেটেছিলেন। ফলে এবারেও সেই আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওই নির্দল প্রার্থীকে পাত্তা না দিয়ে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী অভিজিৎ মুখোপাধ্যায়।
[ আরও পড়ুন: পথের দাবিতে রাস্তা সংস্কারের কাজে বাধা, ইট তুলে বিক্ষোভ মহিলাদের ]