Advertisement
Advertisement

Breaking News

বিয়ের একমাসের মধ্যেই রহস্যমৃত্যু, রেললাইনে উদ্ধার দম্পতির দেহ

খড়দহে চাঞ্চল্য।

Couples dead body recovered besides rail track
Published by: Shammi Ara Huda
  • Posted:September 29, 2018 6:08 pm
  • Updated:September 29, 2018 6:08 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: বিয়ের একমাসের মধ্যেই দম্পতির রহস্যমৃত্যু। রেললাইনের ধার থেকে যুগলের ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়দহে। মৃতদের নাম যথাক্রমে আসারুল শেখ(২২) ও তাঁর স্ত্রী গান্ধীরা বিবি(১৯)। শিয়ালদহের মেনলাইনে খড়দহ ও টিটাগড় স্টেশনের মাঝে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধন্দে জিআরপি। ওই দম্পতি আচমকাই দুর্ঘটনার কবলে পড়েছেন, নাকি পরিককল্পনা করে আত্মঘাতী হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় এবিষয়ে স্থানীয়রাও কোনও সন্তোযজনক তথ্য দিতে পারেননি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আসারুল শেখের বাড়ি মুর্শিদাবাদে। তিনি সেখানকার ইসলামপুরের বাসিন্দা। মাসখানেক আগে গান্ধীরা বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে কর্মসূত্রে উত্তর ২৪  পরগনাতেই থাকছিলন তিনি। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে খড়দহ ও টিটাগড়ের মাঝখানে রেলবস্তিতে ভাড়া থাকতে শুরু করনে। দু’জনের কেউই সারাদিন বাড়িতে থাকতেন না। পেশায় রাজমিস্ত্রি আসারুল সকালে কাজে বেরিয়ে যেতেন। অন্যদিকে স্থানীয় একটি নার্সিংহোমে কাজ করছিলেন গান্ধীরা বিবি। রাতে দু’জনে কাজ থেকে ফিরে খাওয়াদাওয়ার পর রেললাইনের বসে গল্প করতেন। সেখানেই চলতো ফোনালাপ। মধ্যরাত পর্যন্তই গল্পগুজব করে তাঁরা ঘুমোতে যেতেন। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। তারপরেও কী করে দুর্ঘটনা ঘটল তানিয়েই উঠছে প্রশ্ন। কেননা, আত্মহত্যার জন্য প্রতিদিন তাঁরা সুযোগের অপেক্ষা করতেন কিনা জানা যায়নি। বিয়ের একমাসের মধ্যে কী এমন ঘটল যে মৃত্যুকে চূড়ান্ত পরিণতি হিসেবে বেছে নিলেন এই নবদম্পতি। গোটা ঘটনা নিয়েই রহস্য দানা বেঁধেছে। মৃতের বাড়িতে খবর পাঠিয়েছে পুলিশ।

Advertisement

[ফেসবুকে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট, শ্রীঘরে কালনার যুবক]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ