Advertisement
Advertisement
NRC

বাড়ি বাড়ি চিঠি দিয়ে প্রচারাভিযান, NRC-NPR বিরোধিতায় পথে নামল সিপিএম

NRC বা NPR সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর না দেওয়ার আদেবন জানাচ্ছেন সিপিএম কর্মীরা।

CPIM stage protest against NRC and NPR in Purulia

ফাইল ছবি।

Published by: Bishakha Pal
  • Posted:March 4, 2020 12:53 pm
  • Updated:March 4, 2020 12:53 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিজেপির পালটা সিপিএম। এবার এনআরসি’র বিরোধিতায় হাতে চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন কমরেডরা। এ রাজ্যে গত ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ থেকে নাগরিকপঞ্জির বিরোধিতায় বাড়ি বাড়ি প্রচারাভিযান শুরু করেছে সিপিএম। একটি নির্দিষ্ট এলাকার সিপিএমের এরিয়া কমিটির ব্যানারেই ওই চিঠি করা হয়েছে। চিঠির ওপরে রীতিমতো গৃহকর্তার নাম লিখে তার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন কমরেডরা।

ওই চিঠিতে লেখা রয়েছে এনআরসির কুফল প্রসঙ্গে। বাড়ি বাড়ি এই চিঠি নিয়ে গিয়ে সিপিএম কার্যত পুরভোট ও বিধানসভা ভোটেরও প্রচার শুরু করে দিয়েছে জঙ্গলমহল পুরুলিয়ায়। যদিও এনআরসি’র বিরোধিতায় সিপিএমের এই প্রচারাভিযান রাজ্যজুড়েই হচ্ছে। তবে পুরুলিয়ায় সিপিএমের এই সামাজিক আন্দোলন ব্যাপক সাড়া পড়েছে। এই কর্মসূচিতে কমরেডরা একেবারে হেঁশেল পর্যন্ত চলে যাচ্ছেন। এই বিষয় নিয়ে কেউ প্রশ্ন করলে তার উত্তরও দিচ্ছেন। নাগরিকপঞ্জির বিরোধিতায় সিপিএমের এই কর্মসূচি চলতেই থাকবে। তবে প্রথম ধাপের এই কর্মসূচি আগামী ২২ মার্চ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবসে শেষ হচ্ছে। সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, “এই কর্মসূচি আমাদের সর্বভারতীয় স্তরের। বাড়ি বাড়ি প্রচারের এই চিঠি নির্দিষ্ট এলাকায় এরিয়া কমিটির ব্যানারেই হচ্ছে। এই সামাজিক আন্দোলন আমাদের চলতেই থাকবে।”

Advertisement

[ আরও পড়ুন: কুকুরের সেবায় অযত্ন! সারমেয়প্রেমীদের শাসানির জেরে জেরবার পুলিশ ]

কী রয়েছে এই চিঠিতে? সিপিএম চিঠিতে বলছে, “আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোন সময় সরকার দ্বারা নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা আপনার বাড়ি যাবেন। তাদের হাতে দুই ধরনের প্রশ্নমালা থাকবে। প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে এবং তার উত্তর জানতে চাইবেন। দুই ধরনের প্রশ্নমালার প্রথমটা জনগণনার জন্য এর উত্তর দেওয়া দরকার। দ্বিতীয় ধরনের প্রশ্নমালায় যে প্রশ্ন আছে সেটি ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার অর্থাৎ এনপিআরের জন্য। এই এনপিআর সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর আমরা দেব না। আমরা সকলে মিলে একসঙ্গে বলব এইসব প্রশ্নের উত্তর দেব না।” এদিকে বিজেপি এই জেলায় প্রায় এক মাসের বেশি সময় ধরে CAA’র সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাচ্ছেন। ওই কর্মসূচিতে তারা নাগরিকপঞ্জির কথা বলছেন। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “সিপিএম এখন সমাজের শত্রু। ওরা তৃণমূলের হয়ে কাজ করছেন। তাছাড়া তৃণমূলেরও এখন সিপিএমকে দরকার। তবে সিপিএম কী করছে তাতে আমাদের কিছু যায় আসে না। সরকারের কথাই সাধারণ মানুষ মেনে নেবেন।”

Advertisement

[ আরও পড়ুন: কলকাতায় ‘গোলি মারো’ স্লোগানের জেরে ধৃত আরও এক বিজেপি কর্মী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ