সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের বোমা বিস্ফোরণ। এবার জগদ্দলে কৌটো বোমা ফেটে জখম হল তিন শিশু। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনটি কৌটো বোমা রাস্তার ধারে মাটির উপর পড়েছিল। সেগুলিকে বল ভেবে খেলতে গিয়েই হয় বিপত্তি। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। কৌটো বোমাগুলি ওখানে কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় তিন বালক রাস্তার ধারে মাটির উপর পড়ে থাকা কৌটো বোমাগুলিকে বল ভেবে খেলতে শুরু করতেই বিপত্তি হয়। বোমা ফেটে জখম হয় তারা। তাদের মধ্যে একজেনর অবস্থা আশঙ্কাজনক। তাকে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জাহতে পেরেছে, স্থানীয় কাউগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনে নিকাশি নালার জন্য মাটা কাটা হচ্ছিল। তখনই মাটা খোঁড়ার সময় শ্রমিকরা ওই কৌটো বোমাগুলি পান। সেগুলি মাটির পাশে রাখা ছিল।
[আরও পড়ুন: বাঁকুড়ার বিপর্যয় থেকে শিক্ষা, এবার জলের ট্যাঙ্কেরও স্বাস্থ্যপরীক্ষা করবে রাজ্য]
পুলিশের অনুমান, নাশকতার জন্যই মাটির নিচে কৌটো বোমাগুলি লুকিয়ে রাখা ছিল। লোকসভা নির্বাচনে বারাকপুরের বিজেপির অর্জুন সিং জয়লাভ করার পর থেকেই ভাটপাড়া ও সংলগ্ন জগদ্দল এলাকায় দুষ্কৃতি দৌরাত্ম্য চরম আকার নেয়। বোমাবাজি, অশান্তি নিত্য নৈমিত্তিক ঘটনা। মৃত্যুর ঘটনাও ঘটেছে দুষ্কৃতীদের বোমাবাজিতে। যা নিয়ে তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পুলিশি গাফিলতির জন্যই এলাকায় ‘বোমাশিল্প’-এর বাড়বাড়ন্ত, তোপ বিরোধীদের। এবার বোমার আঘাতে জখম হল শিশুও।