Advertisement
Advertisement

Breaking News

তৃণমূলের বিজয় উৎসব দেখতে এসে ভুল ট্রেনে চেপে কলকাতায়, কিশোরকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’

ব্যাপারটা কী?

Didir Suraksha Kavach helped a boy to return home from Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 14, 2023 12:06 pm
  • Updated:July 14, 2023 2:03 pm

সুমন করাতি,হুগলি: ভুলবশত ট্রেনে চেপে চলে এসেছিল কলকাতা। ১০ বছরের সেই খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’। ভাবছেন তো ব্যাপারটা কী?

পঞ্চায়েত নির্বাচনে দূর্দান্ত ফল করেছে তৃণমূল। ফলে জেলায় জেলায় চলছে বিজয় উল্লাস। মুর্শিদাবাদের বাসিন্দা দশ বছরের রাজ ইসলাম বাড়ি থেকে বেরিয়েছিল সেই বিজয় উৎসব দেখবে বলে। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে যায় সে। শখের বসে সে চড়ে বসে ট্রেনে। ভাবে আরেকটু ঘুরে দেখি। ট্রেনে চেপে চলে আসে শিয়ালদহ। শিয়ালদহ পৌঁছে কিশোর বুঝতে পারে, অনেক দূর চলে গিয়েছে। বাড়ি ফেরা বেশ কঠিন।

Advertisement

[আরও পড়ুন: নন্দীগ্রামে হারের পরই ‘তাণ্ডব’ বিজেপির, মহিলা তৃণমূল কর্মীকে গাছে বেঁধে মার! বাড়ি ভাঙচুরের অভিযোগ]

তবু একবার শেষ চেষ্টা করে দেখতে উলটোদিকের ট্রেনে উঠে পড়ে। সেটা ছিল শিয়ালদা কাটোয়া লোকাল। হুগলির জুবিলি ব্রিজ পার করতেই তার মনে হয় ভুল রাস্তায় চসে এসেছে। কীভাবে বাড়ি পৌঁছবে জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে রাজ। সেখানে নেমেই দিশেহারা হয়ে ঘোরাফেরা করতে থাকে। স্টেশনে নিচে নেমেই কাঁদতে শুরু করে। এলাকাবাসী ও টোটো চালকরা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে চলে যায় চুঁচুড়া আরোগ্যতে। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে ‘দিদির সুরক্ষা কবচে’র বেল্ট। সেখানে লেখা মুর্শিদাবাদ, ইসলামপুর।

Advertisement

সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখানো হয় কিশোরকে। সে চিনতে পারে। সঙ্গে সঙ্গে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। ইন্দ্রজিৎবাবু বলেন, তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রী কে চেনে। সেই কারণেই খুব সহজেই তাকে বাড়ি ফেরানো যাচ্ছে।

 

[আরও পড়ুন: মুর্শিদাবাদে ভোট হিংসার বলি আরও ১, হাসপাতালে ৭ দিন লড়াইয়ের পর মৃত্যু তৃণমূল কর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ