Advertisement
Advertisement
Coal Scam

রুজিরা, মলয়ের পর ইডির নজরে TMC কাউন্সিলরের স্বামী, দিল্লিতে হাজিরার নির্দেশ

নভেম্বরেও তলব করা হয়েছিল তাঁকে।

Ex Aid of Malay Ghatak summoned by ED in Coal Scam | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 6, 2023 3:09 pm
  • Updated:June 6, 2023 3:09 pm

শেখর চন্দ্র, আসানসোল: রুজিরা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকের পর ইডির নজরে তৃণমূল (TMC) কাউন্সিলরের স্বামী। কয়লা পাচার মামলায় আগামী সপ্তাহে মলয় ঘটকের ‘ডান হাত’ শঙ্কর চক্রবর্তীকে হাজিরা দিতে বলা হয়েছে। গত নভেম্বর মাসেও তাঁকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু শারীরিক অসুস্থতার অজুহাতে হাজিরা দেননি তিনি।

আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তী। তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তীকে এবার ডাকল ইডি। জানা গিয়েছে, রাজ্য়ের আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শঙ্কর। মলয়ের প্রথম জীবনের আপ্তসহায়ক ছিলেন তিনি। এবার কয়লা পাচার মামলায় সেই শঙ্করকে তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসার জন্য তিনি বাইরে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: বাসন্তীর স্বজনহারাদের পাশে রাজ্যপাল, দেখা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি]

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে (Malay Ghatak) ন’বার সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি, অফিসে তল্লাশিও চালিয়েছেন তদন্তকারীরা। সেইসময় বেশকিছু নথিপত্র সংগ্রহ করেছিল তাঁরা। কিন্তু ইডির অভিযোগ, বারবার হাজিরা এড়িয়েছেন তিনি। এমনকী, রক্ষাকবচের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। প্রাথমিকভাবে রক্ষাকবচ পেলেও পরে তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট।

Advertisement

তবে আদালতের নির্দেশ ছিল, মলয়কে তলব করতে হলে, তাঁর সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে সমন পাঠাতে হবে। আর সমন পেলে মলয়কেও তদন্তে সহযোগিতা করতে হবে। সেই নির্দেশ মেনে ইডি ইমেল করে দু’বার সময় চেয়েছিল। কিন্তু জবাব দেননি মন্ত্রী। অবশেষে তৃতীয় ইমেলের জবাব দেন। সেই অনুযায়ী ১৯ জুন ইডির সদর দপ্তরে হাজিরা দেবেন মলয় ঘটক। 

[আরও পড়ুন: ইচ্ছাকৃতভাবে গ্রিন সিগন্যাল! করমণ্ডল দুর্ঘটনায় অন্তর্ঘাত সন্দেহ ডিআরএমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ