Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

চাষের জমিতে বোমা বিস্ফোরণ, উড়ল কৃষকের হাত

কে বা কারা বোমা মজুত করল চাষের জমিতে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Farmer injured in crude bomb blast in Murshidabad

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 7, 2024 3:14 pm
  • Updated:April 7, 2024 3:14 pm

কল্যাণ চন্দ, বহরমপুর: জমিতে লুকিয়ে রাখা বোমার ঘায়ে গুরুতর জখম হলেন এক কৃষক। উড়ল তাঁর হাত। জখম ওই কৃষককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। কে বা কারা বোমা মজুত করল চাষের জমিতে, তা চিহ্নিত করার কাজ চলছে।

কৃষক রাশিদুল শেখ, মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার চোয়াডাঙা গ্রামের বাসিন্দা। বাড়ির অদূরে মাঠে কাজ করছিলেন রাশিদুল। পরিবারের সদস্যদের অভিযোগ, জমির আলের মধ্যে দুষ্কৃতীরা সকেট বোমা লুকিয়ে রেখেছিল। তা টের পাননি ওই কৃষক। জমিতে জল দেওয়ার সময় হঠাৎ বোমা ফেটে যায়। গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থা কিছুটা দূরে ছিটকে পড়েন। আর্ত চিৎকার শুনে স্থানীয় দৌড়ে আসেন। রাশিদুল শেখকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ হাতে গুরুতর চোট পেয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘দুঃখেও লিপস্টিক পরি’, ভোটপ্রচারের মাঝেও রূপচর্চা সুজাতার, দিলেন বিউটি টিপস]

এই ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনিক কর্তাব্যক্তিদের। ভোটে অশান্তি ছড়াতেই কি বোমা মজুত করা হচ্ছিল নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু জোর রাজনৈতিক চাপানউতোর। ভোটের ঠিক আগে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু শাসক বিরোধী জোর তরজা।

Advertisement

[আরও পড়ুন: পৃথিবীর আয়ু আর কতদিন? জানিয়ে গিয়েছেন বহু ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়া বাবা ভাঙ্গা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ