Advertisement
Advertisement
চোরাশিকারী

রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর তদন্তে গিয়ে আক্রান্ত ডিএফও-সহ ৮ বনকর্মী

হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷

Forest officials allegedly attacked by villegers in Kultali
Published by: Sayani Sen
  • Posted:April 21, 2019 11:59 am
  • Updated:April 21, 2019 4:23 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর তদন্তে গিয়ে আক্রান্ত ডিএফও-সহ আট জন বনকর্মী৷ দক্ষিণ ২৪ পরগনার মইপিঠের ঘটনা৷ চোরাশিকারীদের পাকড়াও করতে গিয়ে আক্রান্ত হন তাঁরা৷ মারের চোটে ডিএফও-র পাঁজর ভেঙে গিয়েছে৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷

[ আরও পড়ুন: বিরোধীরা ভোট চাইতে এলে ঝাঁটা হাতে তাড়া করবেন, মহিলাদের নিদান তৃণমূল নেতার]

গত ৯ এপ্রিল সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় সুন্দরবনের আজমলমারির জঙ্গলে একটি বাঘের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন৷ খবর দেওয়া হয় বনদপ্তরে৷ রয়্যাল বেঙ্গল টাইগারের দেহটি উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ বনকর্মীদের প্রাথমিক অনুমান, বাঘটিকে কমপক্ষে পনেরোদিন আগে হত্যা করা হয়েছিল৷ তারপর দেহটি ফেলে রেখে যাওয়া হয় আজমলমারির জঙ্গলে৷ বনদপ্তরের তরফে এ-ও স্বীকার করা হয় যে,  ইদানীং ক্রমশই সুন্দরবনের জঙ্গল লাগোয়া অঞ্চলগুলিতে বাড়ছে চোরশিকারীর দাপট৷ তারাই কখনও হরিণ আবার কখনও রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করছে৷ ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর সঙ্গে চোরাশিকারীদের যোগসাজশ রয়েছে বলেই অনুমান বনদপ্তরের৷

Advertisement

 

[ আরও পড়ুন: চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু যুবকের, থমথমে খড়গপুরের সাহাচক]

চোরাশিকারীদের পাকড়াও করতে শনিবার গভীর রাতে মইপিঠ গ্রামে হানা দেন ডিএফও-সহ অন্তত আটজন বনকর্মী৷ রাতের অন্ধকারে বনকর্মীদের টহল দিতে দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা৷ তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা৷ কিছু বুঝে ওঠার আগেই বনকর্মীদের বেধড়ক মারধর করতে শুরু করেন তাঁরা৷ হামলার জেরে মাথা ফেটে গিয়েছে প্রায় সকলেরই৷ ডিএফও-র পাঁজর ভেঙে গিয়েছে৷ চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে বনাধিকারিকদের৷ আক্রান্তদের দাবি, গ্রামের বেশিরভাগ মানুষই চোরাশিকারের সঙ্গে জড়িত৷ তাই তাদের আক্রোশের বশবর্তী হয়েই বনকর্মীদের মারধর করেন গ্রামবাসীরা৷ এই হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement