Advertisement
Advertisement

Breaking News

রাতে সাঁতরাগাছি স্টেশনে দুষ্কৃতীদের তাণ্ডব, আক্রান্ত রূপসী বাংলা এক্সপ্রেসের গার্ড

ছিনতাই বাধা পেয়ে ছুরি মেরে পালায় এক দুষ্কৃতী।

Goons attack train guard at Santragachi junction
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 21, 2018 3:03 pm
  • Updated:August 21, 2018 6:12 pm

সুব্রত বিশ্বাস: সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য। গভীর রাতে আক্রান্ত রূপসী বাংলা এক্সপ্রেসের গার্ড। ছিনতাইয়ে বাধা দিলে, তাঁকে ছুরি মেরে পালায় এক দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি ওই রেলকর্মী। রাতের অন্ধকারে এমন ঘটনায় আতঙ্কিত দক্ষিণ-পূর্ব রেলের গার্ডরা। তাঁদের অভিযোগ, সাঁতরাগাছি স্টেশনে রাতের অন্ধকারে এর আগেও গার্ড ও চালকদের জিনিসপত্র লুট করেছে দুষ্কৃতীরা। স্টেশনের নিরাপত্তা জোরদার করার দাবি ওঠেছে।

[মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা]

Advertisement

হাওড়া স্টেশনে পরিকাঠামো অপ্রতুল। এদিকে ট্রেনের সংখ্যা বাড়ছে। ফলে বিকল্প স্টেশন হিসেবে সাঁতরাগাছির স্টেশনে গুরুত্ব অপরিসীম। হাওড়াগামী দক্ষিণ-পূর্ব রেলের প্রায় সব দূরপাল্লার ট্রেনই এই স্টেশন দিয়ে যাতায়াত করে। হাওড়ায় যাত্রীদের নামানোর পর আবার সাঁতরাগাছি স্টেশন লাগোয়া কারশেডে ফিরেও আসে অনেক ট্রেন। স্টেশন চত্বরেই চালক ও গার্ডদের রেস্টরুম। রাতে সেখানে বিশ্রাম নেন তাঁরা। কিন্তু, সাঁতরাগাছি স্টেশনে খোদ ট্রেনে গার্ড ও চালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার রাতে সাঁতরাগাছি স্টেডিয়ামের কাছে রূপসী বাংলা এক্সপ্রেসের গার্ডকে ছুরি মেরেছে দুষ্কৃতীরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি তিনি।

Advertisement

ঘড়িতে তখন রাত প্রায় একটা। সাঁতরাগাছি কারশেডে পৌঁছয় রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি কারশেডে পৌঁছে দিয়ে স্টেশন লাগোয়া রেস্টরুমের দিকে যাচ্ছিলেন রেলের গার্ড এইচ গায়েন। কারশেড থেকে রেস্টরুমের দূরত্ব প্রায় আধ কিলোমিটার। সাঁতরাগাছি স্টেডিয়ামের কাছে ওই রেলকর্মীর পথ আটকায় এক দুষ্কৃতী। মোবাইল ও টাকা লুটের চেষ্টা হয়। বাধা দিলে রূপসী বাংলা এক্সপ্রেসে গার্ডকে ছুরি মেরে পালিয়ে যায় বছর আঠাশের এক যুবক। রক্তাক্ত অবস্থা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন রেলের অন্য কর্মীরা। ঘটনায় রীতিমতো আতঙ্কিত দূরপাল্লার ট্রেনের গার্ড ও চালকরা। তাঁদের অভিযোগ, এরআগেও রাতে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকা দুষ্কৃতীদের খপ্পরে পড়েছেন গার্ড ও চালকরা। লুট করে নেওয়া হয়েছে টাকা-পয়সা, মোবাইল, এমনকী জামা-কাপড়ও। স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। সাঁতরাগাছিতে রূপসী বাংলার গার্ডের উপর হামলার ঘটনার তদন্তে নেমেছে রেলপুলিশ। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, এরআগে কখনও এমন ঘটনা ঘটেনি। তদন্ত চলছে। প্রয়োজনে সাঁতরাগাছি স্টেশনে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

[পথ দেখাল মল্লিকা, অঙ্গ প্রতিস্থাপনের উদ্যোগ এবার উত্তরবঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ