Advertisement
Advertisement

খুনের হুমকি দিচ্ছেন থানার আইসি! অভিযোগে সরব মহকুমা শাসক

প্রশাসনিক মহলে শোরগোল৷

IAS officer harassed by cops
Published by: Sayani Sen
  • Posted:November 23, 2018 8:59 pm
  • Updated:November 24, 2018 9:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপমানিত হতে হয়েছিল আগেই৷ এবার প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত বীরভূমের রামপুরহাটের মহকুমা শাসক৷ অভিযোগের তির রামপুরহাট থানার আইসি-র দিকে৷

[তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর]

পাথর খাদান নিয়ে বীরভূমের রামপুরহাটে সমস্যা প্রায় লেগেই থাকে৷ চলতি মাসেই স্থানীয় ব্যবসায়ীরা রামপুরহাট থানার পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে থানায় যান মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মোহান্তি৷ দিনটা ছিল ১৭ নভেম্বর৷ মহকুমা শাসকের সঙ্গে ছিলেন ডেপুটি কালেক্টর এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট৷ থানায় গিয়ে আইসি-র সঙ্গে দেখা করতে চান তিনি৷ অভিযোগ, দেখা করতে চাইলে থানার অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন৷ আইসিকে ডেকে পাঠানোর কথা বলেন তিনি৷ ইতিমধ্যেই থানায় তাঁকে বেশ কয়েকজন পুলিশকর্মী হেনস্তা করে বলেও অভিযোগ৷ এরপর মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে আলোচনায় বসেন মহকুমা শাসক৷ তখন ওই পুলিশ আধিকারিক মেজাজ হারান বলে অভিযোগ৷ মহকুমা শাসকের অভিযোগ, আলোচনা শুরু হতে না হতেই উচ্চস্বরে চিৎকার করতে শুরু করেন পুলিশ আধিকারিক৷ থানার ভিতরেই দু’জনের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়৷ ওই পুলিশ  আধিকারিক মহকুমা শাসককে থানায় আটকে রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ৷ ঘটনায় হতচকিত হয়ে যান মহকুমা শাসক৷ অপমানিত বোধ করেন তিনি৷  মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে চিঠি দিয়ে ঘটনাটি জানান রামপুরহাটের মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মোহান্তি৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি৷ এদিকে মহকুমা শাসকের সঙ্গে পুলিশ আধিকারিকের বাদানুবাদের সিসিটিভি ফুটেজ চলে আসে সংবাদমাধ্যমের হাতে৷ সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়৷  

Advertisement

[সশস্ত্র পুলিশের কনস্টেবলকে বেধড়ক মার সিভিক ভলান্টিয়ারদের]

ঘটনার পর প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে৷ এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ উলটে মহকুমা শাসককেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ রামপুরহাটের মহকুমা শাসকের দাবি, থানায় হেনস্তার অভিযোগে মুখ্যসচিবকে চিঠি দেওয়ার পর থেকেই তাঁকে খুনের হুমকি দিচ্ছেন রামপুরহাট থানার আইসি৷ রীতিমতো আতঙ্কিত ওই আইএএস অফিসার৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ