Advertisement
Advertisement
Madhyamik Student

পরীক্ষা চলাকালীনই মারাত্মক পেটে যন্ত্রণা, ৩ হাসপাতাল ঘুরেও শেষরক্ষা হল না, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল ওই পরীক্ষার্থী।

Jalpaiguri Madhyamik Student died during ongoing exam due to abdomen pain

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 19, 2025 2:37 pm
  • Updated:February 19, 2025 2:49 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা চলাকালীন পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিল সে। একাধিক হাসপাতাল বদলেও তাকে বাঁচানো গেল না। শোকের ছায়া জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়।

জলপাইগুড়ির ময়নাগুড়ির পানবাড়ির বাসিন্দা অভিজিৎ রায়। এই বছর চ্যাংমারি হরেন্দ্র নাথ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে। বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার দিনই পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়া অভিজিৎকে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালের পরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তরিত করে গতকাল, মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্র শিক্ষক মহলে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল অভিজিৎ। পেটের ব্যথায় মাঝেমধ্য়েই কাবু হত। ক্ষুদ্রান্ত্রের ডিওডিনাম অংশে একটি বড় ছিদ্র ছিল। সেখান থেকে খাবারের অধিকাংশ এবং বর্জ্যপদার্থ পেটের মধ্যে বেরিয়ে আসত। সেখানে জমাট বাঁধত। তা থেকেই পেটের মধ্যে পচন ধরেছিল। একাধিক অস্ত্রোপচার করেও শেষরক্ষা হল না। সূত্রের দাবি, গতকাল অপারেশন চলাকালীন অপারেশন থিয়েটারেই একাধিক হৃদরোগে আক্রান্ত হয় অভিজিৎ। শেষপর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement