Advertisement
Advertisement
Kharagpur

১১০ দিন পর কাটল শূন্যতা, প্রথম মহিলা পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা, এবার দায়িত্বে কল্যাণী ঘোষ

১৭ এপ্রিল শপথ নেবেন কল্যাণীদেবী।

Kalyani Ghosh became the first woman chairman of Kharagpur municipality | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 11, 2023 6:24 pm
  • Updated:April 11, 2023 6:24 pm

অংশুপ্রতিম পাল, খড়গপুর: দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বাংলা নববর্ষের আগেই নতুন পুরপ্রধান পেল খড়গপুর পুরসভা। মঙ্গলবার মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা খড়গপুরের নতুন পুরপ্রধান হিসেবে কল্যাণী ঘোষের নাম ঘোষণা করেছেন। খড়গপুর (Kharagpur) পুরসভা গঠনের পর এই প্রথম কোনও মহিলা পুরপ্রধানের দায়িত্ব পেলেন। আগামী ১৭ এপ্রিল কল্যাণী ঘোষ পরবর্তী নতুন পুরপ্রধান হিসাবে শপথ নেবেন।

মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয়ে নাম ঘোষণার পর কল্যাণী ঘোষ খড়গপুরে পুরসভা কার্যালয়ে ফিরে যান। সেখানে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি দলের সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি রূদ্ধদ্বার বৈঠক করেন। এইদিনের বৈঠকে পদত্যাগী পুরপ্রধান প্রদীপ সরকার ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা নায়ডু ছিলেন না। প্রদীপ সরকার জানিয়েছেন তিনি রাজ্যের বাইরে রয়েছেন। তিনি বললেন, “নতুন পুরপ্রধান হিসাবে কল্যাণীদিকে শুভেচ্ছা। আশা করি তাঁর যোগ্য নেতৃত্ব পুরসভাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।” এদিকে পুরসভায় বিজেপির পরিষদীয় দলনেতা অনুশ্রী বেহেরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, “আমি একজন মহিলা হিসাবে কল্যাণী ঘোষের পুরপ্রধান হওয়াকে অন্তর থেকে স্বাগত জানাচ্ছি। খুব ভাল লাগছে। আশা করছি আগামিদিনে ওনার যোগ্য পরিচালনায় পুরসভা আরও এগিয়ে যাবে।” আর পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের বিষ্ণু বাহাদুর কামি বললেন, “আরও আগে হলে ভাল হতো। যাই হোক এবারে পুরসভায় একজন স্থায়ী পুরপ্রধান পাওয়ায় অনেক সুবিধা হবে। স্থায়ী পুরপ্রধান না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল।” আর নতুন পুরপ্রধান হিসাবে নাম ঘোষণার পর কল্যাণী ঘোষ বললেন, “আমি দলের কাছে কৃতজ্ঞ আমার উপর আস্থা রাখায়। আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। দলের নেতাদের পরামর্শ নিয়ে চলব। আর শহরের উন্নয়নে সকলের সহযোগিতা দরকার।”

Advertisement

[আরও পড়ুন: ‘দুর্গাপুজো শুরু হয় ব্রিটিশদের পদলেহন করতে’, বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে বিতর্ক, রিপোর্ট তলব PMO’র]

প্রসঙ্গত, টানা পাঁচবারের কাউন্সিলর কল্যাণী ঘোষ। শুরু হয়েছিল ২০০০ সালে। সে বছর ১০ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী হিসাবে পুর নির্বাচনের ময়দানে পা রাখেন। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। পরবর্তীকালে ২০১০ সালে খড়গপুর পুরসভায় রেল এলাকা অন্তর্ভুক্ত হওয়ার পর সীমানা বিন্যাসের কারণে ওই ওয়ার্ড হয়ে যায় ৭ নম্বর। সেই থেকে তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ