Advertisement
Advertisement

নারদ-কাণ্ডে হাই কোর্টই জানাবে শেষ কথা: মঞ্জুলা চেল্লুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডের তদন্ত কলকাতা হাই কোর্টের বিচারাধীন বিষয়৷ এই অবস্থায় একই ইস্যুতে রাজ্য সরকারের তদন্ত কমিটি গঠন কতখানি যুক্তিযুক্ত৷ এই বিষয়েই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সেই প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর জানিয়ে দিলেন, এ ব্যাপারে শেষ কথা বলবে হাই কোর্টই৷আরও পড়ুন:পটচিত্রে মায়ের পুজো, উৎসর্গ করেও হয় না […]

Kolkata Highcourt Chief Justice slams All other probe in Narada Issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 4:31 pm
  • Updated:June 20, 2016 4:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডের তদন্ত কলকাতা হাই কোর্টের বিচারাধীন বিষয়৷ এই অবস্থায় একই ইস্যুতে রাজ্য সরকারের তদন্ত কমিটি গঠন কতখানি যুক্তিযুক্ত৷ এই বিষয়েই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সেই প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর জানিয়ে দিলেন, এ ব্যাপারে শেষ কথা বলবে হাই কোর্টই৷

যে নারদকাণ্ড নিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে হইচই পড়েছিল, তা এখন আদালতের বিচারাধীন৷ ভিডিও ফুটেজের সত্যতা পরীক্ষা করতে ফরেন্সিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছিল হায়দরাবাদের ল্যাবে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত এ ব্যাপারে চূড়ান্ত রায় দেবে৷ কিন্তু এর মধ্যেই রাজ্য সরকার এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয়৷ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানানো হয়৷ সোমবার এ বিষয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ এই তদন্ত কমিটি গঠন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা জানতে চান তিনি৷ তার উত্তরেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, নারদকাণ্ডে যা বলার বলবে আদালতই৷ এ ব্যাপারে আদালতের বাইরে কে কী বলছেন, তা গ্রাহ্য করা হবে না৷ কারও কোনও বক্তব্য থাকলে আদালতের পথ খোলা আছে বলেও জানিয়ে দেন তিনি৷ নতুন গঠিত তদন্ত কমিটি নিয়ে আদালতের কাছে কোনও তথ্য নেই বলেও জানান তিনি৷

Advertisement

ইতিমধ্যেই নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে৷ তবে হাইকোর্টের এই বক্তব্যের পর নারদকাণ্ডে রাজ্য সরকারের তদন্ত থমকে যাবে কি না, সে জল্পনা দানা বেধেছে রাজনৈতিক মহলে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement