Advertisement
Advertisement

নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীকে প্রেমের ইন্ধন! অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল, ধৃত শিক্ষিকা

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে।

Kolkata Teacher with her boy friend arrested for blackmailing | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 6, 2024 9:25 pm
  • Updated:February 6, 2024 9:25 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীকে প্রেমের ইন্ধন! দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে লাগাতার ব্ল্যাকমেলের অভিযোগ উঠল কলকাতার এক শিক্ষিকার বিরুদ্ধে। পুরো ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওই প্রেমিকও। ২০ লক্ষ টাকা নেওয়ার পরে আরও টাকা চাওয়ায় ওই শিক্ষিকা পুলিশের দ্বারস্থ হন। ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত শিক্ষিকা ও তাঁর প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে।

স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলে পড়ান দুই শিক্ষিকা। তা থেকেই দুজনের মধ্যে আলাপ। তার পর ঘনিষ্ঠতা বাড়ে। এক শিক্ষিকা আবার নিজের প্রেমিকের সঙ্গেও আলাপ পরিচয় করিয়ে দেন বান্ধবীর। কিন্তু এই আলাপের উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল! তা বুঝে উঠতে পারেননি ওই শিক্ষিকা। ফাঁকা ফ্ল্যাটে নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করে বার বার তাঁকে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। শেষে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।

Advertisement

[আরও পড়ুন: রাহুলের ‘সংরক্ষণ টোপ’, ক্ষমতাই এলেই কোটার অধীনে ৫০ শতাংশেরও বেশি!]

পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা দুজনে। একজন থাকেন পঞ্চসায়র থানা এলাকায়। অন্যজন সার্ভেপার্ক থানা এলাকায়। ধৃত শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলকাতা মেট্রোরেলের এক কর্মীর। যিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত শিক্ষিকাই নিজের প্রেমিকের সঙ্গে আলাপ করান অন্য শিক্ষিকার। তিনজনেই মাঝে মধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া দাওয়া করতেন। পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষিকার ইন্ধনেই তাঁর বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ওই যুবক। ওই শিক্ষিকাও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাড়িতে একাই থাকতেন অভিযোগকারী শিক্ষিকা। তার বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। ঘটনার দিন ওই প্রেমিক এবং অভিযুক্ত বান্ধবী দুজনেই উপস্থিত ছিলেন। দুজনেই রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ, রাত্রিবেলা নির্যাতিতার সঙ্গে ওই যুবক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর গোটা ঘটনার ভিডিও করেন যুবকের প্রেমিকা অর্থাৎ নির্যাতিতার বান্ধবী।

অভিযোগ, সেই ভিডিও দেখিয়ে অভিযুক্তরা নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন। এছাড়া সোনার গহনাও হাতিয়ে নেয় বলে অভিযোগ। নির্যাতিতা মহিলার অভিযোগ, ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের ব্ল্যাকমেল করে টাকা চাইতে থাকেন তাঁরা। এরপরই নরেন্দ্রপুর থানার পুলিশের দারস্থ হন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: লিভ ইন সম্পর্ক রেজিস্ট্রি না করালে জেল, নয়া ধারা অভিন্ন দেওয়ানি বিধিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement