Advertisement
Advertisement

Breaking News

Landslide

প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, দার্জিলিংয়ের পাতাবঙে মৃত ১

৫৫ নং জাতীয় সড়কেও ধস নেমেছে বলে খবর।

Landsilde of Darjeeling: One died at Patabang, massive damage assumed | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 25, 2023 12:01 pm
  • Updated:August 25, 2023 3:19 pm

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: টানা প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস (Landslide)। দার্জিলিংয়ের পাতাবঙে ধসে মৃত্যু হল অন্তত একজনের। এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে প্রাণহানির খবর পেয়েই পাতাবঙে ছুটে যায় উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে দুর্গম এলাকা হওয়ায় খানিকটা ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি (Rain)অব্যাহত এখনও।

আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ছিল, উত্তরবঙ্গের (North Bengal) ৭ জেলায় ভারী বৃষ্টি হবে। পাহাড়ি এলাকার জন্য জারি ছিল কমলা সতর্কতা। নদীগুলিতে প্রবল জলোচ্ছ্বাস। তার মধ্যে বৃহস্পতিবার রাতভর বৃষ্টির জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নামে দার্জিলিংয়ের পাতাবং এলাকায়। মৃত্যু (Death) হয়েছে একজনের। তাঁর নাম বাবুলাল রাই, বয়স ৫৯ বছর। উদ্ধারকারী দলের অনুমান, ভোরে ঘুমনোর সময় আচমকা ধস নামে। বাড়ি ধসে মৃত্যু হয়েছে তাঁর। 

Advertisement

[আরও পড়ুন: ‘বিক্রমে’র সফট ল্যান্ডিংয়ের দায়িত্ব নিয়ে সফল, হাওড়ার গর্ব বিজ্ঞানী অমিত মাজি]

স্থানীয় সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার গভীর রাতে ডান্ডাবাড়িতে ধস নামে। তাতেই ভেঙে পড়ে বাবুলামের বাড়ি। মাটি, পাথর চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার তিনি বাড়িতে একাই ছিলেন বলে দাবি স্থানীয় সূত্রের। শুক্রবার সকালে তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান দার্জিলিং মহকুমা কমিটির চেয়ারম্যান অলোক কান্তামণি থুলুং।

Advertisement

দার্জিলিং পুলিশ সুপার (SP) প্রবীণ প্রকাশ বলেন, ‘‘ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’’ এছাড়া কার্শিয়াংয়ের কাছে ৫৫নম্বর জাতীয় সড়ক ও মানেভঞ্জনে ধস নেমেছে। পাশাপাশি আরও কয়েকটি ছোটখাটো ধস রয়েছে পাহাড়ের বিভিন্ন এলাকায়। 

[আরও পড়ুন: ইডি পাঠানোর ‘রিটার্ন গিফ্‌ট’, বিজেপিকে ‘জবাব’ দিতে ৭৫ আসনে জেতার হুঙ্কার বাঘেলের]

শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি ছিল। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার ও দার্জিলিং জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শনিবার জারি হলুদ সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি, ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দার্জিলিং, কালিম্পং এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ