ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরেই সিলমোহর। রবিবার হুগলির তৃণমূল প্রার্থী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) নাম ঘোষণা করা হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়। লড়াই তাঁদের নয়, মোদি-মমতার এমনটাই বলছিলেন লকেট। প্রার্থী হওয়ার পরের দিনই বিধানসভায় গিয়ে লকেটের এই মন্তব্যের জবাব দিলেন রচনা।
প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর কী বক্তব্য? এই প্রশ্ন প্রথমে রচনাকে করা হয়। তাতে বাংলার ‘দিদি নম্বর ১’-এর জবাব, ‘খুব ভালো বন্ধু আমার। ভালো থাকুক’। ‘ “এই ভোটের লড়াই লকেট বনাম রচনা নয়, এই লড়াই মোদী বনাম মমতার”, রচনা প্রার্থী হওয়ার পর এমনটাই বলেছিলেন লকেট। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে রচনা বলেন, “সেটা তার বিশ্বাস। সে সেই কথা বলছে, সেটা তার পরিপ্রেক্ষিতে বলছে। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, মোদি ভার্সাস মমতা যদি সে বলে তাহলে আমি বলব যে মোদির ছত্রছায়ায় রয়েছে লকেট চট্টোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় রয়েছি আমি। তাহলে তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে তাই না?”
প্রসঙ্গত, গত সপ্তাহেই সংবাদ প্রতিদিন ডিজিটালে খবর প্রকাশিত হয়েছিল যে রচনা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা ভোটের(Lok Sabha Election 2024) প্রার্থী হচ্ছেন। রবিবার সেই খবরে সিলমোহর পড়ে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভায় পৌঁছে যান রচনা। জেলা তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কথা বলে ভোটযুদ্ধের পরিকল্পনা শুরু করে দেন বাংলা টেলিভিশনের ‘দিদি নম্বর ১’।
রচনা বন্দোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই হুগলি লোকসভা কেন্দ্রে খুশির হাওয়া তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। গত লোকসভা ভোটে এই আসনটি হাতছাড়া হয় তৃণমূলের। আর এবার স্টার ম্যাজিকেই সেই আসন পুনরুদ্ধার হবে বলে আশা করছেন ঘাসফুল শিবিরের কর্মী-সদস্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.