Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান, দলীয় কর্মীদেরই বিক্ষোভে মেজাজ হারালেন মহুয়া!

শুক্রবার চাপড়া এলাকায় মহুয়া মৈত্র গাড়ি ঘিরে, দলীয় পতাকা হাতে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকে সমর্থকদের একাংশ। পালটা মাইক হাতে তাঁদের হুঁশিয়ারি দেন তৃণমূল প্রার্থীও। পরে মহুয়ার সঙ্গে থাকা দলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখুন সেই ভিডিও।

Lok Sabha Election 2024: Mahua Moitra loses temper during 'go back' slogan by a part of TMC supporters

ফাইল চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 5, 2024 4:28 pm
  • Updated:April 5, 2024 5:26 pm

সঞ্জিত ঘোষ, নদিয়া: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার প্রচার শুরু করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। এমনকী টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা সংক্রান্ত মামলায় মহুয়াকে দিল্লিতে ইডি (ED) তলব করলেও, তিনি যাননি। জানিয়ে দিয়েছেন, প্রচারে ব্যস্ত থাকবেন, তাই দিল্লি যেতে পারবেন না। ফের কৃষ্ণনগরবাসীর মন জয় করে তা ভোটব্যাঙ্ক ভরাতে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। যেখানেই প্রচারে যাচ্ছেন, জনসমর্থনও পাচ্ছেন ভালোই। কিন্তু শুক্রবার প্রচারে বেরিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়লেন মহুয়া মৈত্র। আর দলীয় কর্মীদের এই বিরোধিতা দেখে নিজেই মেজাজ হারালেন। যদিও পুলিশের হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাপড়ায় ভোটপ্রচারে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ছবি: সোশাল মিডিয়া।

কৃষ্ণনগর (Krishnanagar)লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভা এলাকায় শুক্রবার প্রচার করতে গিয়েছিলেন মহুয়া। লাল শাড়ি পরে হুডখোলা জিপে অন্যান্যদিনের মতো প্রচার চলছিল ঠিকঠাকই। কিন্তু চাপড়া ১ নং ব্লক এলাকায় আচমকা তৃণমূলেরই কর্মী, সমর্থক তাঁকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ এমনটা চলতে থাকায় মেজাজ হারান মহুয়া মৈত্র। মোবাইলে এই বিক্ষোভের ভিডিও রেকর্ড করছিলেন কয়েকজন। তা দেখে গাড়ি থেকে মাইক্রোফোন হাতে মহুয়া সাফ বলেন, ”ভিডিওটা বন্ধ করুন।”

Advertisement

[আরও পড়ুন: মোটা বেতনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

শুধু এখানেই নয়। মহুয়া রীতিমতো উত্তেজিত স্বরে বলতে থাকেন, ”ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করব?” স্পষ্টভাবে না বললেও তাঁর বাচনভঙ্গি, শরীরী ভাষা একেবারে আক্রমণাত্মক, তা বুঝতে আর কারও বাকি রইল না। রীতিমতো হুমকি দেন তিনি। পরে অবশ্য মহুয়ার সঙ্গে থাকা কর্মী, সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কে বা কারা তাঁকে ঘিরে এমন স্লোগান তুললেন, কেনই বা এই বিক্ষোভ? তা এখনও জানা নেই। কিন্তু নিজের সংসদীয় এলাকাতেই এমন বিক্ষোভের মুখে পড়ে মহুয়ার মেজাজ হারানো আলোচনার বিষয় হয়ে উঠল তো বটেই।

Advertisement

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দুর্বৃত্তকে নিরাপত্তা কেন? হাসপাতাল থেকে বেরতেই শাহজাহানকে ‘চোর’ স্লোগান উত্তেজিত জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ