Advertisement
Advertisement
Cooch Behar

কোচবিহারে উদয়ন গুহর গাড়ি ভাঙচুর, হামলা! কাঠগড়ায় বিজেপি প্রার্থী নিশীথ

তৃণমূলের অভিযোগ, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের  মিছিল থেকে এই হামলা ঘটেছে। প্রতিবাদে ঘুঘুমারিতে পথে বসে অবরোধে শামিল তৃণমূল কর্মী, সমর্থকরা।

Lok Sabha Election 2024: Udayan Guha under attack in Cooch Behar, TMC accused BJP candidate Nisith Pramanik
Published by: Sucheta Sengupta
  • Posted:March 31, 2024 8:22 pm
  • Updated:March 31, 2024 9:38 pm  

বিক্রম রায়, কোচবিহার: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে ফের উত্তপ্ত কোচবিহার। রবিবার সন্ধেবেলা দিনহাটা থেকে কোচবিহার (Cooch Behar) ফেরার পথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ। তাতে উদয়ন গুহ (Udyan Guha) নিজেও অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর। তাঁর আপ্ত সহায়কও জখম হয়েছেন। এনিয়ে ঘুঘুমারি এলাকায় তীব্র উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের  মিছিল থেকে এই হামলা ঘটেছে। প্রতিবাদে পথে বসে অবরোধে শামিল হলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। 

কোচবিহারের ঘুুঘুমারিতে উদয়ন গুহর কনভয়ে হামলার অভিযোগ। নিজস্ব চিত্র।

এদিন সন্ধেবেলা ঘুঘুমারি এলাকায় বিজেপির প্রচার চলছিল। হুডখোলা গাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ (Nisith Pramanik) প্রামাণিক প্রচার করছিলেন। সেখান দিয়ে কোচবিহার যাচ্ছিলেন উদয়ন গুহ। আগামী সপ্তাহে জেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সফর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সেসবের প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়নবাবু কোচবিহারে যাচ্ছিলেন। অভিযোগ, ঘুঘুমারি এলাকা দিয়ে তাঁর কনভয়ে যাওয়ার সময়ে মুখোমুখি হয়ে যায় দুজনের কনভয়। অভিযোগ, তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। হামলা চলে। পুলিশ ঘটনাস্থলে থাকায় কোনওক্রমে উদয়ন গুহর গাড়িটিকে অশান্তি থেকে বাঁচিয়ে বের করে নিয়ে যায়। কিন্তু তার পরের গাড়ির কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। উদয়নবাবু গাড়ি থেকে নেমে পড়েন। তাঁর আপ্ত সহায়ক আহত হন। এই হামলার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় তৃণমূলের কর্মী, সমর্থকরা। ঘুঘুমারির রাস্তায় বসে অবরোধ করতে শুরু করেন। যোগ দিয়েছেন মন্ত্রীও।

Advertisement

[আরও পড়ুন: প্রার্থী খুঁজছে BJP, হিন্দিভাষী ‘বিহারীবাবু’ তুরুপের তাস TMC’র, আসানসোলে কতটা ভোট কাটবে বামেরা?]

এনিয়ে উদয়ন গুহর অভিযোগ, তিনি যেখানেই যাচ্ছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সর্বক্ষণ তাঁর ক্ষতি করার চেষ্টা করছে। তিনি এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কোচবিহারে বরাবর যুযুধান নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। নির্বাচনী আবহে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।  লোকসভা ভোটের প্রাক্কালেও সেই পরিস্থিতি বিরাজমান। 

দেখুন ভিডিও:

[আরও পডুন: নিঃসন্তান মহিলাকে দিনরাত গঞ্জনা! শাশুড়িকে ‘খুন’ করে আত্মসমর্পণ গৃহবধূর]

অশান্তির ঘটনা নিয়ে X হ্যান্ডলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, কোচবিহার, জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ের পর প্রশাসন উদ্ধারকাজে রাতারাতিই নেমেছে। কিন্তু অন্য়দিকে, নিশীথ প্রামাণিকের লোকজন উদয়ন গুহর বিরুদ্ধে গুন্ডামি করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement