Advertisement
Advertisement

Breaking News

লজ্জা! স্বাধীনতা দিবসেই কালিমালিপ্ত নেতাজির মূর্তি

এ লজ্জা ধুয়ে ফেলা আদৌ সম্ভব কি?

Miscreants deface Netaji Subhas Chandra Bose statue on I-Day in Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2017 6:18 am
  • Updated:August 16, 2017 7:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্তর পেরল দেশের স্বাধীনতা। ব্রিটিশ বিভাজনের ছুরি সামলে এক আধুনিক ভারত হিসেবে এখন তার আত্মপ্রকাশ। তবু কিছু কিছু লজ্জার ছবিতে আজও যেন মাথা হেঁট হয়ে আসে দেশবাসীরই। ঠিক সেরকমই একটি ঘটনা ঘটল স্বাধীনতা দিবসের দিনে। অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি কালি ছেটাল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে। ঘটনা খয়রাশোলের পাঁচরা গ্রাম পঞ্চায়েত অফিসের।

উলটো জাতীয় পতাকা উত্তোলন করেও হাসিমুখে ছবি বিজেপি সাংসদের  ]

Advertisement

স্বাধীনতা দিবস নিয়ে আমাদের যত গর্বই থাক না কেন, মন্দ উপাখ্যানও কম নেই। প্রতিবারই এমন কিছু ঘটনা ঘটে যা গৌরবের গায়ে কালি ঢেলে দেয়। গতকালও এক বিজেপি সাংসদ উলটো জাতীয় পতাকা উত্তোলন করেছেন। নিজের ভুলের দিকে নজরও দেননি। বরং হাসিমুখে ছবি তুলেছেন। এদিকে স্বাধীনতার শুভেচ্ছা জানাতে গিয়ে ইন্ডিপেন্ডেন্স বানানটাই ভুল লিখে ফেলেছিলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র। তা নিয়েও নেটদুনিয়ায় দিনভর চলে নানা মশকরা। আবার জম্মু-কাশ্মীরে সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালীন বেশিরভাগ দর্শককে দেখা গিয়েছিল বসে থাকতে। একদিকে যখন অসমের ধুবড়িতে গলাজলে দাঁড়িয়ে মানুষ পতাকা উত্তোলন করছেন, তখন একের পর এক জমা হচ্ছিল এই ধরনের অপ্রিয় ঘটনাগুলো। তারই সাম্প্রতিক সংযোজন সুভাষমূর্তিতে কালি ছেটানোর ঘটনা।

Advertisement

বাজছে জাতীয় সংগীত, কাশ্মীরে সরকারি অনুষ্ঠানে তবু বসেই দর্শকরা ]

জানা যাচ্ছে, খয়রাশোল ব্লকের পাঁচরা একেবারে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া। সেখানেই পঞ্চায়েত অফিসের সামনে আছে নেতাজির এই আবক্ষ মূর্তি। স্বাধীনতা দিবসের দিনেই কেউ বা কারা ওই মূর্তিতে কালি ছেটায়। এরকম লজ্জাজনক ঘটনায় সকলেই হতচকিত হয়ে যান। পরে উদ্যোগ নিয়ে সে কালি অবশ্য ধুয়ে ফেলা হয়। কিন্তু এ লজ্জা ধুয়ে ফেলা আদৌ সম্ভব হবে কি?

জল থইথই স্বাধীনতা দিবস, দেশপ্রেমে ভাসছে সোশ্যাল মিডিয়া  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ