Advertisement
Advertisement
Nadia

১৫ নয়, ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় বাংলার কয়েকটি জেলায়, জানেন কেন?

শুক্রবার নদিয়া ও বালুরঘাটের কিছু জায়গায় পালিত হল স্বাধীনতা দিবস।

Nadia and Balurghat districts celebrates Independence Day on 18th August for special reason
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 18, 2023 2:00 pm
  • Updated:August 18, 2023 4:48 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: গোটা দেশ স্বাধীনতার আনন্দে মাতে ১৫ আগস্ট। তবে নদিয়া ও বালুরঘাটের একাংশের জন্য স্বাধীনতা দিবস তার ঠিক আড়াইদিন পর, অর্থাৎ ১৮ তারিখ। জানেন কেন এমন?

১৯৪৭ সালের ১৫ আগস্ট গোটা দেশে উড়েছিল তেরঙ্গা। স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলা। তবে তখনও নদিয়ার কিছুটা ও বালুরঘাটের একাংশ ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের অন্তর্ভুক্ত। ইতিহাসবিদ তাপস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট সেখানে উড়ছিল পাকিস্তানের পতাকা। কারণ, ব়্যাডক্লিফের আঁকা সীমান্তরেখা। এর প্রতিবাদে সরব হন এলাকার বাসিন্দারা। ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটনের সঙ্গে রাজা কথা বলেন। এরপর পরিবর্তন করা হয় সেই ব়্যাডক্লিফ লাইন। যাতে সময় লেগেছিল আড়াই দিন। ১৮ আগস্ট সকালে স্বাধীনতার স্বাদ পায় এই দুই এলাকা। ওড়ে জাতীয় পতাকা।

Advertisement

[আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! এবার বহুমূল্য হাতির দাঁত পাচারে গ্রেপ্তার কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান-সহ ৫]

তবে প্রথম থেকেই যে ১৮ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের অনুমতি মিলেছিল একেবারেই তা নয়। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব হন স্থানীয়রা। পরবর্তীতে ২০০২ সালে মেলে অনুমতি। সেই থেকে ১৮ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন নদিয়া ও বালুরঘাটের কিছু এলাকা। এছাড়াও কয়েকটি জেলায় আগে এইদিনে স্বাধীনতা দিবস পালিত হত।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনের আগেই সরানো হল ধূপগুড়ির বিডিওকে, নেপথ্যে পঞ্চায়েতের ব্যালট বিতর্ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ