Advertisement
Advertisement
Udayan Guha

Nagaland Firing: ‘ভুল বোঝাবুঝিতে বিএসএফও গুলি চালায়’, নাগাল্যান্ড ইস্যুতে ফের বিতর্কিত মন্তব্য উদয়নের

অসম রাইফেলসের নিন্দায় সরব তৃণমূল বিধায়ক।

Nagaland Firing: TMC MLA Udayan Guha again raises controversy by commenting on BSF and Assam Rifles | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 7, 2021 9:02 am
  • Updated:December 7, 2021 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ডের গুলি কাণ্ডের প্রসঙ্গ টেনে ফের বিএসএফ নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক উসকে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। মর্মান্তিক ঘটনা নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘ভুল বোঝাবুঝি’ তত্বকে হাতিয়ার করে তাঁর শ্লেষ – “অসম রাইফেলস এর মতো BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।” ফেসবুক (Facebook) পোস্টে উদয়নবাবুর এহেন মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।

Advertisement

এর আগে রাজ্যে রাজ্যে বিএসএফের কাজের সীমা বাড়িয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে বিধানসভার মধ্যেই আপত্তিজনক মন্তব্য করে বসেছিলেন দিনহাটার বিধায়ক। সেই আঁচ নিভতে না নিভতেই মাথাচাড়া দিল নতুন বিতর্ক। 

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিগোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন! দুর্গাপুর থেকে গ্রেপ্তার ১]

শনিবার সন্ধেয় সন্ত্রাসদমন অভিযান চলাকালীন নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ১৪ জন নিরীহ গ্রামবাসীদের দেহ। এহেন মর্মান্তিক ঘটনা তোলপাড় ফেলে দেয় গোটা দেশে। নিরাপত্তার নামে নিরীহ গ্রামবাসীর উপরে গুলি চালানো নিয়ে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠে যায়। সোমবার বিষয়টি নিয়ে সংসদে শোরগোল ফেলে দেন বিরোধীরা।

সাঁড়াশি চাপে পড়ে এ নিয়ে বিবৃতি দিতে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “ওটিং গ্রামে চরমপন্থী কার্যকলাপ চলছিল। সেনা কম্যান্ডোরা এলাকায় বিস্ফোরক বিছিয়ে রেখেছিলেন। সেই সময় একটি যাত্রীবোঝাই গাড়ি আসে। গাড়িটিকে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে তা। তখনই জঙ্গি সন্দেহে গুলি চালিয়ে দেয় সেনা। পরে বোঝা যায়, পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর সেই কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে।” প্রসঙ্গত, ঘটনার পর অসম রাইফেলসের (Assam Rifles) ছাউনিতে জনরোষ আছড়ে পড়লে, সেখান থেকেও গুলি চলে এবং তাতেও বেশ কয়েকজন গ্রামবাসী নিহত হয়েছেন। ফলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত অসম রাইফেলসকেও ঘটনায় দায়ী করা হয়েছে।

[আরও পড়ুন: ফের ‘গোর্খাল্যান্ডে’র সুর চড়ছে পাহাড়ে, পৃথক রাজ্যের দাবিতে নাড্ডাকে চিঠি BJP বিধায়কের]

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিবৃতির পরপরই প্রতিক্রিয়া দিতে গিয়ে ফেসবুক পোস্ট করেন তৃণমূল (TMC) বিধায়ক উদয়ন গুহ। অমিত শাহর মন্তব্যকে কটাক্ষ করতে দিয়ে ‘ভুল বোঝাবুঝি’ শব্দবন্ধে জোর দিয়েছেন তিনি। তাই তাঁর পোস্ট – “অসম রাইফেলস এর মতো BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।” অসম রাইফেলসের কাজের তীব্র বিরোধিতায় একই সারিতে বিএসএফকে বসিয়ে নিজের রাজনৈতিক অবস্থান ফের স্পষ্ট করলেন উদয়ন। তবে স্রেফ কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে উদয়ন গুহর এহেন মন্তব্য বিতর্কের যথেষ্ট অবকাশ রাখে, তা বলাই বাহুল্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ