ছবি: প্রতীকী
অর্ণব দাস, বারাকপুর: ফের আক্রান্ত পুলিশ। নাকা তল্লাশির সময় আক্রান্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু তল্লাশি।
বৃহস্পতিবার সন্ধেয় ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পানিট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালায় ভাটপাড়া থানা পুলিশ। সেই সময় এক যুবকের বাইক দাঁড় করায় পুলিশ। ওই যুবক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ওই যুবক পরে দলবল নিয়ে ভাটপাড়া থানায় হাজির হয়। অভিযোগ, এক সাব ইন্সপেক্টরকে মারধর করে তারা।
এই ঘটনায় রবি গুপ্তা, সঞ্জয় রাজভর নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৪১, ৩৫৩, ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। শুক্রবার বারাকপুর আদালতে তোলা হয় তাদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.