স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী রিন্টু। তৃণমূল নেতা কমল দাস জানান, “আইন আইনের পথে চলবে। মদন মিত্র আমাদের জননেতা। তাঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সঙ্গে কারও ছবি থাকলে তাঁর ঘনিষ্ঠ হবে তেমন নয়।”
তৃণমূল কর্মীর নির্মীয়মাণ আবাসনে তাজা বোমা উদ্ধারের ঘটনাই যেন অক্সিজেন জোগাচ্ছে বিজেপিকে। গেরুয়া শিবিরের নেতা কিশোর কর বলেন, “কামারহাটি অঞ্চলে মদন মিত্র দুষ্কৃতীদের সঙ্গে করে ঘোরাফেরা করেন। তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।”