BREAKING NEWS

১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

WB Civic Polls 2022: মমতা ‘দুর্গা’, মোদি ‘মহিষাসুর’! মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক

Published by: Sucheta Sengupta |    Posted: February 18, 2022 4:39 pm|    Updated: February 18, 2022 4:42 pm

Poster depicting Modi as Mahisasura and Mamta as Durga sparks row | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন (WB Civic Polls 2022)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় প্রচার, মিছিল বন্ধ। ভারচুয়াল প্রচারে জোর দেওয়ার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাই নানা রকমের পোস্টারে ছয়লাপ বিভিন্ন পুর এলাকা। তারই মধ্যে ঘাসফুল শিবিরের একটি পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক। মেদিনীপুরের ওই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) দুর্গারূপে দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) মহিষাসুর হিসেবে তুলে ধরা হয়েছে। আর তাতেই বিতর্ক উসকে উঠেছে। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, তাঁর অজ্ঞাতেই কেউ বা কারা এই পোস্টার দিয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন।

মেদিনীপুরের (West Midnapore) ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহা। তাঁর সমর্থনে পোস্টার পড়েছে এলাকায়। সেটাই আপাতত প্রচারের মাধ্যম। কিন্তু সেই পোস্টার ঘিরে আপাতত সরগরম মেদিনীপুরের মেদিনী। পোস্টারটিতে দেখা যাচ্ছে, দুর্গারূপী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দশ হাতে অস্ত্র হিসেবে রাজ্যের দশটি সামাজিক প্রকল্পের পোস্টার। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ সবরকম প্রকল্প মুখ্যমন্ত্রীর দশ আয়ুধ। এভাবেই তৃণমূলের প্রচারে দলনেত্রীকে তুলে ধরা হয়েছে।

[আরও পড়ুন: আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনকে ফাঁসির সাজা শোনাল বিশেষ আদালত

এখানেই শেষ নয়। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। এছাড়া পোস্টারে বিরোধীরা সবাই ছাগলরূপী। মহিষাসুররূপী মোদিকে বধ করছেন দুর্গারূপী মমতা। এসবের মাঝেই ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহাকে বিজয়ী করার আবেদন। এই পোস্টার ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই পোস্টারটি সনাতন হিন্দু ধর্মের অপমান। তাই তা সরানোর দাবি উঠেছে।

[আরও পড়ুন: ‘ভিত্তিহীন’, রাজ্যপালের অপসারণ নিয়ে দায়ের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট]

পুরভোটের আগে বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তাপ। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা বিপুল আচার্যের বক্তব্য, ”এটা আমাদের ধর্মের অপমান, প্রধানমন্ত্রীরও অপমান। এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।” আর যাঁর নামে এমন পোস্টার, সেই প্রার্থী অনিমা সাহার দাবি, ”আমার অজ্ঞাতসারে এই পোস্টার তৈরি হয়েছে। যদি আমি জানতাম, এ ধরনের পোস্টার কখনওই এলাকায় লাগাতে দিতাম না।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে