Advertisement
Advertisement

মহানন্দা ক্যানেলে পড়ল ডাম্পার, নিখোঁজ চালক-সহ ৩ জন

রাজ্য সড়কে ব্যাপক যানজট৷

Road accident in Siliguri, search operation is ongoing for missing people
Published by: Sayani Sen
  • Posted:August 12, 2018 11:33 am
  • Updated:August 12, 2018 11:33 am

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: দুটি ডাম্পারের মুখোমুখি ধাক্কায় বিপত্তি৷ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের একাংশ ভেঙে যায়৷ মহানন্দার ক্যানেল গিয়ে পড়ে ওই অংশটি৷ দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ চালক-সহ ৩ জন৷ ডাম্পারটিকে উদ্ধারের কাজ চলছে৷

[বিজেপির দলীয় কার্যালয়ে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে]

রবিবার ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে৷ গভীর কালো অন্ধকার চতুর্দিকে৷ শিলিগুড়ির ফাঁসিদেওয়ার গোয়ালটুলির কাছে দুদিক থেকে দুটি ডাম্পার ছুটে আসছিল৷ প্রচণ্ড গতিতেই আসছিল ডাম্পার দুটি৷ আচমকাই ডাম্পার দুটির মুখোমুখি ধাক্কা লাগে৷ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ দুর্ঘটনার তীব্রতায় একটি ডাম্পারের একাংশ ভেঙে যায়৷ দুর্ঘটনাস্থলের পাশেই ছিল মহানন্দা ক্যানেল৷ ওই ক্যানেলে ছিটকে গিয়ে পড়ে ডাম্পারের ভাঙা অংশ৷ নিখোঁজ হয়ে যান ডাম্পারের চালক ও খালাসি৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ডাম্পারের চালক, খালাসি-সহ মোট তিনজন মহানন্দা ক্যানেলে তলিয়ে গিয়েছেন৷ কাকভোর থেকেই শুরু হয়েছে নিখোঁজদের খোঁজে শুরু হয় তল্লাশি৷ ঘটনার পর চার-পাঁচঘণ্টা কেটে গেলেও, নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ অন্য ডাম্পারে থাকা চালক ও খালাসিও গুরুতর জখম হয়েছেন৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকেই৷ জখমরা আপাতত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন৷ দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক৷  

Advertisement
[চায়ের টোপ দিয়ে বালতি চুরির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ]

এই ঘটনার জেরে ৩১ ডি রাজ্য সড়কে যানজট তৈরি হয়৷ প্রায় চার কিলোমিটার দূরের ফাঁসিদেওয়া পর্যন্ত গাড়ির লম্বা লাইন৷ বিপাকে স্থানীয় বাসিন্দারা৷ যানজট সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজও চলছে৷

Advertisement
[প্রেমের ফাঁদে জড়িয়ে আদিবাসী নাবালিকাকে ‘গণধর্ষণ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ